Bharti Singh Second Child

কন্যা চেয়েছিলেন, হল পুত্র! দ্বিতীয় সন্তানকে ভালবাসতে পারছেন না কেন? জানালেন ভারতী সিংহ

ভারতীকে ফ্যালোপিয়ান টিউব বন্ধ করে দেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। তবে রাজি হননি ভারতী। তিনি অনড় কন্যাসন্তান প্রসঙ্গে। জানালেন দ্বিতীয় সন্তানকে কিছুতেই ভালবাসতে পারছেন না। কেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১৪:৫৮
Share:

ভারতী সিংহ। ছবি: সংগৃহীত।

সদ্য দ্বিতীয় সন্তান এসেছে কৌতুকশিল্পী ভারতী সিংহের কোলে। কন্যাসন্তান চাইলেও সে আশা মেটেনি। দুই ছেলের মা হলেন ভারতী। দ্বিতীয় সন্তানের পরে তাঁর ফ্যালোপিয়ান টিউব বন্ধ করে দেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। তবে রাজি হননি ভারতী। তিনি অনড় কন্যাসন্তান প্রসঙ্গে। এরই মধ্যে জানালেন, দ্বিতীয় সন্তানকে নাকি কিছুতেই ভালবাসতে পারছেন না। কেন?

Advertisement

১৯ ডিসেম্বর সকালে বাড়িতেই ছিলেন ভারতী। সেই সময় আচমকাই ‘ওয়াটারব্রেক’ হয় ভারতীর। শরীর থরথর করে কাঁপতে শুরু করে, তিনি বুঝতে পারেন প্রসবের সময় আসন্ন। তড়িঘড়ি তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া স্ত্রীকে নিয়ে হাসপাতালে ছোটেন। সে দিনই পুত্রসন্তানের মা হন। ছেলের নাম রেখেছেন কাজু। যদিও ভারতী বলেন, ‘‘আমার আসলে কোনও অনুভূতি আসছে না। জানি না কাজুকে কখনও ভালবাসতে পারব কি না! এখনও পর্যন্ত সন্তানের ভালবাসা আমি গোলার (বড় ছেলে) প্রতিই অনুভব করছি।’’

যদিও ভারতী তখনও দ্বিতীয় সন্তানকে চোখের দেখা দেখেননি। এক দিন বাদে সন্তানকে দেখতে যান কৌতুকশিল্পী। তিনি জানিয়েছেন, ঈশ্বরের আশীর্বাদে সন্তান সুস্থ আছে। এর বেশি কিছু বলতে চাননি ভারতী। তবে তিনি আশাবাদী, খুব শীঘ্রই তিন জন পুরুষকে নিয়ে তাঁর সংসার পরিপূর্ণ হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement