general-election-2019-national

স্থল, আকাশ-মহাকাশে রক্ষা করব, দাবি মোদীর

পাকিস্তানের বালাকোটে ভারতীয় বায়ুসেনার অভিযানকেও নির্বাচনী প্রচারে তাঁর সরকারের সাফল্য বলে দাবি করছেন মোদী। আজ তাঁকে প্রশ্ন করা হয়, জঙ্গি নেতা মাসুদ আজহারের বিরুদ্ধে ভারত যেমন পদক্ষেপ করেছিল, হাফিজ সইদ, দাউদ ইব্রাহিমের ক্ষেত্রেও কি ব্যবস্থা নেওয়া হবে?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ মে ২০১৯ ০৩:০৭
Share:

—ফাইল চিত্র।

দেশ এবং দেশবাসীকে রক্ষা করতে বিজেপি দায়বদ্ধ বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হরিয়ানার রোহতকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তাঁর আশ্বাস, স্থলে-আকাশে-মহাকাশে দেশ, দেশবাসীকে চোখরাঙিয়ে কেউ পার পাবে না।

Advertisement

পাকিস্তানের বালাকোটে ভারতীয় বায়ুসেনার অভিযানকেও নির্বাচনী প্রচারে তাঁর সরকারের সাফল্য বলে দাবি করছেন মোদী। আজ তাঁকে প্রশ্ন করা হয়, জঙ্গি নেতা মাসুদ আজহারের বিরুদ্ধে ভারত যেমন পদক্ষেপ করেছিল, হাফিজ সইদ, দাউদ ইব্রাহিমের ক্ষেত্রেও কি ব্যবস্থা নেওয়া হবে? প্রধানমন্ত্রীর উত্তর, ‘‘কোনও ব্যক্তি বা ব্যবস্থা যদি ভারতকে হুমকি দেয় বা ভীতিপ্রদর্শন করে তা হলে স্থল, আকাশ ও মহাকাশে দেশ এবং দেশবাসীকে রক্ষা করতে বিজেপি দায়বদ্ধ।’’

মোদীর এই মন্তব্যের পরে ‘অ্যাভেঞ্জার্স এন্ড গেম’ সিনেমার কথা টেনে পিডিপি নেত্রী মেহবুবা মুফতির টুইট-কটাক্ষ, ‘‘দেশি অ্যাভেঞ্জার্সের বি-টিম বলে মনে হচ্ছে। যদিও তাঁর হাবভাব দেখে মনে হয়, উনি থ্যানোস (উনি খলনায়ক)।’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রীর অভিযোগ, রাহুল গাঁধীর দল উন্নয়নকে অস্ত্র করে নির্বাচনী লড়াইয়ে ভয় পাচ্ছে। যদিও কংগ্রেস-সহ বিরোধীরা লাগাতার অভিযোগ করছেন, প্রধানমন্ত্রী উন্নয়ন এবং দৈনন্দিন সমস্যা থেকে দৃষ্টি ঘোরাতে মেরুকরণের তাস খেলছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement