বিহারে জোটের ঘোষণা কি আজ

শনিবার এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা কিন্তু হল না। রামবিলাস পাসোয়ান এ দিন দিল্লিতে না থাকায় জোট গঠনের প্রক্রিয়াও আদৌ কতটা মসৃণ হল, সে প্রশ্ন থাকছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮ ০২:৫৯
Share:

লোকসভা ভোটে বিহারে জোটের চেহারা কী হবে, তার রূপরেখা তৈরি বলে দাবি করছেন বিজেপি নেতৃত্ব। কিন্তু শনিবার এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা কিন্তু হল না। রামবিলাস পাসোয়ান এ দিন দিল্লিতে না থাকায় জোট গঠনের প্রক্রিয়াও আদৌ কতটা মসৃণ হল, সে প্রশ্ন থাকছে।

Advertisement

দিল্লিতে আজ বৈঠকে বসেছিলেন জেডিইউ নেতা নীতীশ কুমার ও বিজেপি সভাপতি অমিত শাহ। কিন্তু বিহারে কে কোন আসন থেকে লড়বে, তা রাত অবধি চূড়ান্ত হয়নি। বিজেপি সূত্রের খবর, কাল জোটের আনুষ্ঠানিক ঘোষণা হবে।

বিজেপি সূত্র এও দাবি করছে, জোটের রূপরেখা প্রায় তৈরি। বিহারে জেডিইউ ছাড়াও সরকারের শরিক রামবিলাস পাসোয়ানের এলজেপি-র সঙ্গে হাত মিলিয়ে লড়বে বিজেপি। প্রাথমিক ভাবে ঠিক হয়েছিল, আজই আনুষ্ঠানিক ভাবে জোট ঘোষণা করে দেওয়া হবে। কিন্তু রামবিলাস আজ মুম্বইয়ে থাকায় পিছিয়ে আসে বিজেপি নেতৃত্ব। দলের এক নেতার কথায়, ‘‘জোটের একতা তুলে ধরতে আসন ঘোষণার সময়ে নীতীশ-রামবিলাসের উপস্থিতি প্রয়োজন। রামবিলাস না থাকায় আজ ঘোষণা পিছিয়ে দেওয়া হয়।’’ রামবিলাসের এই অনুপস্থিতি পরিকল্পিত কি না, নিয়ে যদিও রাজনৈতিক শিবিরে জল্পনা চলছে।

Advertisement

সূত্রের খবর, প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, বিহারের ৪০টি আসনের মধ্যে বিজেপি ও জেডিইউ লড়বে ১৭টি করে আসনে। বাকি ছ’টি আসনের একটি দেওয়া হবে ভিআইপি দলের মুকেশ সাহনিকে। পাঁচটি আসনে লড়বে এলজেপি। এলজেপি প্রধান রামবিলাসকে রাজ্যসভা থেকে জিতিয়ে আনা ছাড়াও এলজেপি-কে উত্তরপ্রদেশে একটি লোকসভা আসনও ছাড়বে বিজেপি। সূত্রের দাবি, শরিকেরা এই সমীকরণে রাজি। এখন চূড়ান্ত আলোচনা চলছে কোন শরিক কোন আসনে লড়বে তাই নিয়ে। যা আজ রাতে নীতীশ ও অমিত শাহের বৈঠকের পরেই স্পষ্ট হয়ে যাবে বলে আশাবাদী দু’পক্ষই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন