National News

দিল্লিতে কি একাই লড়বে কংগ্রেস? ঘোষণা আজ বা কাল

কংগ্রেস সূত্রের খবর, সনিয়া গাঁধীর মতামতও শীলাকে জানিয়েছেন চাকো ও বেণুগোপাল। আপ নিয়ে দলের অবস্থান কী হবে, কংগ্রেসের তরফে তা আজ-কালের মধ্যেই আনুষ্ঠানিক ভাবে জানানো হবে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৯ ১৭:১৫
Share:

হাতে হাত মিলছে না? - ফাইল ছবি

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টি (আপ)-র সঙ্গে সম্ভবত কোনও জোট বা আসন সমঝোতা হচ্ছে না কংগ্রেসের। কংগ্রেস সূত্রের খবর, সে ব্যাপারে শনিবার মধ্য রাতে দিল্লির প্রদেশ সভাপতি, প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলী দীক্ষিতের বাড়িতে অনেক ক্ষণ আলাপ-আলোচনা হয়েছে কংগ্রেসের দুই নেতা পি সি চাকো এবং কে সি বেণুগোপালের। একা লড়লে দিল্লির সাতটি আসনে কারা কারা কংগ্রেসের প্রতীক পাবেন, তা নিয়েও প্রাথমিক ভাবে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে।

Advertisement

কংগ্রেস সূত্রের খবর, সনিয়া গাঁধীর মতামতও শীলাকে জানিয়েছেন চাকো ও বেণুগোপাল। আপ নিয়ে দলের অবস্থান কী হবে, কংগ্রেসের তরফে তা আজ-কালের মধ্যেই আনুষ্ঠানিক ভাবে জানানো হবে।

আপ সম্পর্কে কংগ্রেস হাইকমান্ডের মনোভাব বদলাতে শুরু করে সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের মন্তব্যের পর। কেজরীবাল জানান, দিল্লির সাতটি আসনে জেতার জন্য তাঁর কংগ্রসকে লাগবে না। তবে কংগ্রেস সঙ্গে থাকলে পঞ্জাব ও হরিয়ানায় বিজেপির বিরুদ্ধে লড়াই করাটা তাঁর পক্ষে সহজ হবে। কেজরীবালের কথায়, ‘‘আমি রাহুল গাঁধীকে বলব হরিয়ানায় জোট গড়ে তুলুন, যাতে বিজেপিকে রোখা যায়। দেশের মানুষ নরেন্দ্র মোদী-অমিত শাহ জোটকে হঠাতে চাইছে। হরিয়ানায় যদি জননায়ক জনতা পার্টি (জেজেপি), আপ আর কংগ্রেস জোট বেঁধে লড়ে, তা হলে ১০টি আসনেই হারবে বিজেপি।’’

Advertisement

আরও পড়ুন- কেরলে রাহুলের হার নিশ্চিত করতে ঝাঁপাবে বামেরা, হুঁশিয়ারি কারাটের

আরও পড়ুন- অমেঠির সঙ্গে কেরলের ওয়ানাড কেন্দ্রেও প্রার্থী হচ্ছেন রাহুল, ঘোষণা কংগ্রেসের​

আজ শীলা দীক্ষিতের জন্মদিন। পা দিলেন ৮১-তে। তাই শনিবার মধ্য রাতে তাঁর বাড়িতে যান চাকো ও বেণুগোপাল। সেখানে তাঁদের মধ্যে বেশ কিছু ক্ষণ আলোচনা হয় আপ প্রসঙ্গে। দিল্লির সাতটি লোকসভা আসনে কংগ্রেসের মনোনয়ন পাওয়ার জন্য আবেদন করেছেন ৮০ জন প্রার্থী।

আপ-এর সঙ্গে জোট হচ্ছে কি না কংগ্রেসের, তা নিয়ে পরে সাংবাদিকদের প্রশ্নের মুখে শীলা বলেন, ‘‘আর কিছু ক্ষণের মধ্যেই তো আনুষ্ঠানিক ঘোষণা হবে। একটু অপেক্ষা করুন না!’’

দিল্লির তিন বারের মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত মসনদ হারান আপ সরকার আসার পরেই। কংগ্রেস সূত্রের খবর, দিনকয়েক আগে শীলা চিঠি লেখেন সনিয়া ও রাহুলকে। তাতে তিনি আপ-এর সঙ্গে জোট বা আসন সমঝোতা নিয়ে দলকে সতর্ক করে দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন