Lok Sabha Election 2019

ভারত একজোট হয়ে লড়বে, ঐক্যবদ্ধ ভাবেই জিতবে, বললেন নরেন্দ্র মোদী

আসন্ন লোকসভা নির্বাচনে দক্ষিণ ভারতেও বিজেপি পদ্ম ফোটাতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৫০
Share:

ভিডিয়ো কনফারেন্সে নরেন্দ্র মোদী।

লোকসভা নির্বাচন নিয়ে দলীয় সমর্থকদের পরামর্শ দিতে চেয়েছিলেন। তার জন্য আয়োজিত হয়েছিল বিশ্বের বৃহত্তম ভিডিয়ো কনফারেন্স, যাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নিয়েছিলেন প্রায় ১ কোটি বিজেপি সমর্থক।

Advertisement

তবে সেই কনফারেন্সেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণে উঠে এল সাম্প্রতিক ভারত-পাক সংঘাত প্রসঙ্গ। তিনি বলেন, দেশে বিভাজন ঘটানোর চেষ্টা চালাচ্ছে শত্রুপক্ষ। তবে তাদের সফল হতে দেওয়া চলবে না। একজোট হয়ে লড়তে হবে সকলকে।

ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসাবে প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী। আসন্ন লোকসভা নির্বাচনে দক্ষিণ ভারতেও বিজেপি পদ্ম ফোটাতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Advertisement

ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নিয়ে এগোব আমরা। সামান্যতম ভুল হওয়া চলবে না। তাতে ভারতের উন্নয়ন থমকে যেতে পারে: প্রধানমন্ত্রী। ২০১৪-১৯ সাল পর্যন্ত মানুষের যাবতীয় প্রয়োজন মেটানোর চেষ্টা করেছি আমরা। ২০১৯ থেকে মানুষের আশা-আকাঙ্খা পূরণ নজর দেব আমরা: মোদী। সর্বক্ষেত্রে আরও পরিশ্রমী হতে হবে আমাদের। দেশকে যাঁরা রক্ষা করছেন তাঁদের প্রতি কৃতজ্ঞ আমরা। কারণ তাঁদের জন্যই নতুন উচ্চতায় পৌঁছনো সম্ভব হচ্ছে দেশের পক্ষে: প্রধানমন্ত্রী।

নমোকে চিনে নেওয়া: মোদী সম্বন্ধে এগুলো জানতেন?

সেনাবাহিনীর উপর সম্পূর্ণ আস্থা রয়েছে আমাদের। তাঁদের মনোবল ভেঙে যায়, এমন কোনও আচরণ না করাই ভাল। তাহলে শত্রুরা আমাদের দিকে আঙুল তোলার সুযোগ পেয়ে যাবে: মোদী। ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থাকবে ভারত। ঐক্যবদ্ধভাবেই উন্নতি করবে, লড়বেও একজোট হয়ে আর জিতবেও: প্রধানমন্ত্রী। এই মুহূর্তে দেশবাসীর আবেগ অন্য স্তরে বইছে। বীর জওয়ানরা সীমান্তে সাহসিকতার পরিচয় দিচ্ছেন। তাঁদের পাশে গোটা দেশ। আমাদের ঐক্যবদ্ধ অবস্থানে নজর গোটা দুনিয়ার: মোদী। গুজবে কান দেবেন না। পাকিস্তান দেশে বিভাজন ঘটাতে চাইছে: প্রধানমন্ত্রী। সারা বিশ্ব আমাদের নির্বাচন দেখবে। নতুন ভারত গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে: মোদী। পাকিস্তান আমাদের অগ্রগতি স্তব্ধ করে দিতে চাইছে, কিন্তু কোনও অবস্থাতেই ভারত থেমে যাবে না: প্রধানমন্ত্রী। দেশে অস্থিরতা তৈরি করতে চাইছে শত্রুরা। সন্ত্রাসী হামলা চালাচ্ছে। কিন্তু তাদের সফল হতে দেব না আমরা: মোদী। পাকিস্তানে আটক পাইলটের পাশে রয়েছেন দেশবাসী। ভারতীয় যুবসমাজ আত্মবিশ্বাসে ভরপুর। একজোট হয়ে মোকাবিলা করাই এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য। সেনাবাহিনীর পাশে রয়েছে গোটা দেশ। তাদের ভূমিকায় গর্বিত ভারত: প্রধানমন্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন