Lok Sabha Election 2019

শীলা দীক্ষিতের নিমন্ত্রণে সাড়া কেজরীবালের

কংগ্রেসের কর্মীরা শীলাকে জানান, আপ-এর তরফে প্রচার করা হচ্ছে তিনি খুবই অসুস্থ।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ মে ২০১৯ ০১:৩১
Share:

দিল্লিতে কেজরীবাল। ছবি: পিটিআই

টুইটে আম আদমির নেতা অরবিন্দ কেজরীবালকে নিজের বাড়িতে খাওয়ার নিমন্ত্রণ জানালেন দিল্লির কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিত। সঙ্গে সঙ্গে সেই আমন্ত্রণ গ্রহণ করে দিল্লির মুখ্যমন্ত্রী জানালেন— কবে যাবো বলুন!

Advertisement

তবে লোকসভা ভোটের আগের রাতে দিল্লিতে দুই প্রতিদ্বন্দ্বী নেতা-নেত্রীর টুইট বিনিময়টা এতই সহজ ও আন্তরিক, ভাবলে ভুল হবে। প্রবীণা শীলা প্রার্থী হয়েছেন উত্তর-পূর্ব দিল্লি আসনে। সেখানে তাঁর লড়াই বিজেপির পাশাপাশি কেজরীর দল আপ-এর সঙ্গেও। কংগ্রেসের কর্মীরা শীলাকে জানান, আপ-এর তরফে প্রচার করা হচ্ছে তিনি খুবই অসুস্থ। সম্ভবত শীলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় শীলার পুত্র সন্দীপ দীক্ষিতকে ভিডিয়ো পোস্ট করে বোঝাতে হয়, কংগ্রেস প্রার্থী বাড়িতেই রয়েছেন এবং কর্মীদের সঙ্গে নিয়ে দুপুরে দিব্যি খাওয়া-দাওয়াও করেছেন।

এর পরেই সন্ধ্যায় কেজরীকে উদ্দেশ করে টুইট করে শীলা বলেন, ‘ভাই, আমার স্বাস্থ্য নিয়ে কেন ভুলভাল খবর প্রচার করছ? কাজ না থাকলে আমার বাড়িতে এসো। একসঙ্গে খাওয়া-দাওয়া করো। দেখো আমি দিব্যি সুস্থ আছি, সেই সঙ্গে ভুল খবর না-ছড়িয়ে কী করে ভোটে লড়তে হয় সেটাও শিখে নাও।’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

সঙ্গে সঙ্গে পাল্টা টুইট করে কেজরী বলেন, ‘আমি আবার আপনার স্বাস্থ্য নিয়ে কবে কী বললাম? কোনও দিনই বলিনি। আমার পরিবার আমাকে বয়স্কদের শ্রদ্ধা করতে শিখিয়েছে। ভগবান আপনাকে অটুট স্বাস্থ্য ও লম্বা আয়ু দিন। চিকিৎসার জন্য আপনি যখন বিদেশে যাচ্ছিলেন, আমি বিনা আমন্ত্রণেই আপনার বাড়িতে হাজির হয়ে খবর নিয়েছিলাম। কবে আপনার বাড়িতে গিয়ে খাবো জানান।’

তবে বিষয়টি শুধু টুইট চালাচালিতেই শেষ হয়নি। কংগ্রেসের এক কর্মী জাফরাবাদ থানায় অভিযোগ জানান— শীলা দীক্ষিতের স্বাস্থ্য নিয়ে আপ কর্মীরা মিথ্যা খবর ছড়াচ্ছেন। ভোজপুরী অভিনেতা ও বিজেপির বর্তমান সাংসদ মনোজ তিওয়ারির বিরুদ্ধে লড়ছেন শীলা। আপ-এর দিলীপ পাণ্ডেও প্রার্থী এই আসনে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন