রাহুলের গায়ে বোমা বেঁধে অন্য দেশে পাঠিয়ে দিন, পঙ্কজার মন্তব্যে তীব্র বিতর্ক

মুণ্ডের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে কংগ্রেস। দলের মুখপাত্র সচিন সবন্ত বলেছেন, ‘‘বিজেপি নেতাদের সংকীর্ণ চিন্তাভাবনা ফের প্রকাশ্যে এল। যাঁরা হেমন্ত কারকারেকে রাষ্ট্রদ্রোহী বলতে পারেন, তাঁদের থেকে এটাই প্রাপ্য।’’

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৯ ০৩:৩২
Share:

কুকথায় বেলাগাম একের পর এক বিজেপি নেতা। এ বার রাহুল গাঁধীর গায়ে বোমা বেঁধে তাঁকে অন্য দেশে পাঠানোর কথা বলে বিতর্কে মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক পঙ্কজা মুণ্ডে। প্রয়াত বিজেপি নেতা পোগীনাথ মুণ্ডের মেয়ে পঙ্কজা রবিবার মহারাষ্ট্রের জালনায় একটি সভায় বলেন, ‘‘কংগ্রেস শুধু সার্জিকাল স্ট্রাইকের প্রমাণ চায়। রাহুলের গায়ে বোমা বেঁধে অন্য দেশে পাঠিয়ে দিন।’’

Advertisement

মুণ্ডের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে কংগ্রেস। দলের মুখপাত্র সচিন সবন্ত বলেছেন, ‘‘বিজেপি নেতাদের সংকীর্ণ চিন্তাভাবনা ফের প্রকাশ্যে এল। যাঁরা হেমন্ত কারকারেকে রাষ্ট্রদ্রোহী বলতে পারেন, তাঁদের থেকে এটাই প্রাপ্য।’’

কিছু দিন আগেই পঙ্কজার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছিল, বিজেপি ফের ক্ষমতায় এলে সংবিধানই বদলে দেবেন তাঁরা! বোন তথা বিজেপি প্রার্থী প্রীতম মুণ্ডের প্রচারে পঙ্কজা বলেন, ‘‘আমাদের সংবিধান বদল করতে হবে। নতুন বিল আনতে হবে। পরিবর্তন করতে হবে। আর তার জন্য লোকসভায় এক জন যোগ্য লোক পাঠাতে হবে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন