লালু-রাবড়ী মোর্চা গড়ে বিদ্রোহে তেজপ্রতাপ

গত কয়েক দিন ধরেই উল্টো সুরে গাইছিলেন তেজপ্রতাপ।

Advertisement

দিবাকর রায়

পটনা শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৯ ০২:১৭
Share:

পরিবারের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন তেজপ্রতাপ। —ফাইল চিত্র।

দলের পদ ছেড়ে নতুন ‘মঞ্চ’ তৈরি করছেন লালুপ্রসাদের বড়ছেলে তেজপ্রতাপ যাদব। তাঁর নতুন সংগঠনের নাম দিয়েছেন ‘লালু-রাবড়ী মোর্চা’। আগামী নির্বাচনে এই মোর্চা বিভিন্ন আসনে প্রার্থী দিতে পারে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন। আজ বিকেলে মোর্চা তৈরির সিদ্ধান্ত ঘোষণা করার পরে তেজপ্রতাপ ভাই তেজস্বীকেও আক্রমণ করেছেন। তিনি বলেন, ‘‘স্তাবকেরা তেজস্বীকে ঘিরে রেখেছে।’’ আরজেডি নেতৃত্ব এ ব্যাপারে নীরব।

Advertisement

গত কয়েক দিন ধরেই উল্টো সুরে গাইছিলেন তেজপ্রতাপ। তা নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা ছিল। এ দিন, দলের বিরুদ্ধেই মোর্চা ঘোষণা করেন তিনি। ইতিমধ্যেই জহানাবাদ কেন্দ্রে দলের প্রার্থী সুরেন্দ্র যাদবের বিরুদ্ধে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। নিজের প্রার্থী হিসেবে চন্দ্রপ্রকাশ যাদবের নাম ঘোষণা করেছেন। এ দিন বাবা, লালুপ্রসাদের খাস তালুক সারণ লোকসভা কেন্দ্রে দলের প্রার্থী তথা শ্বশুর চন্দ্রিকা রায়ের বিরুদ্ধে মা রাবড়ীদেবীকে দাঁড় করানো কথা বলেন তিনি। ২০১৪ সালে সারণ কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজীবপ্রতাপ রুডির বিরুদ্ধে প্রার্থী হয়ে হেরেছিলেন রাবড়ী। শিওহর কেন্দ্রেও প্রার্থী হিসেবে অঙ্গেশ সিংহের নাম ঘোষণা করেছেন তিনি। যদিও আরজেডি শিওহর কেন্দ্রে এখনও কোনও প্রার্থীর নাম ঘোষণা করেনি।

এ দিন তেজপ্রতাপ বলেন, ‘‘আরজেডিতে নিষ্ঠাবান নেতাদের কথা কেউ শোনে না। দল যদি সমীক্ষা করে তাহলে সব সামনে আসবে।’’ কৌরব-পাণ্ডবদের কথা উল্লেখ করে তেজপ্রতাপ বলেন, ‘‘আমি তো দু’টো আসন চেয়েছিলাম। আমাকে তার কোনও জবাবই দেওয়া হয়নি। যাঁরা সারাজীবন দল করলেন, সুখে-দুঃখে থাকলেন তাঁরা টিকিট পেলেন না। দল বহিরাগতকে টিকিট ধরিয়ে দিল।’’ দলের বেশ কিছু বিক্ষুব্ধ নেতা তেজপ্রতাপের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও জানা গিয়েছে।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

বিয়ের পর থেকেই পরিবারের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন তেজপ্রতাপ। এমনকি স্ত্রী ঐশ্বর্যের বিরুদ্ধে বিচ্ছেদের মামলাও দায়ের করেছেন আদালতে। বিচ্ছেদের মামলায় তিনি উল্লেখ করেছিলেন, স্ত্রী ঐশ্বর্য বাবা চন্দ্রিকা রায়কে সারণ কেন্দ্রে প্রার্থী করার জন্য চাপ দিচ্ছেন। বিচ্ছেদের মামলা এখনও আদালতে বিচারাধীন। তারই মধ্যে পরিবারের বিরুদ্ধে একের পর এক বিবৃতি দিয়েছেন তেজপ্রতাপ। নির্বাচনে লালু পরিবারের কলহ নিয়ে রীতিমতো জেরবার আরজেডি নেতা কর্মীরা। এখন দেখার পরিবারের অভ্যন্তরীণ লড়াই কী ভাবে সামাল দেন লালুপ্রসাদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন