উৎসবের মরশুমে একক জঙ্গির হামলায় চিন্তা বাড়ছে কেন্দ্রের

সম্প্রতি লন্ডন ও নিউ ইয়র্কে এ ধরনের ‘লোন উল্ফ’ হামলা হয়েছে। এক জঙ্গির গাড়ির ধাক্কায় বা গুলি করার ঘটনায় মারা গিয়েছেন বেশ কয়েক জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৮ ০২:৪৩
Share:

উৎসবের মরশুমে জঙ্গির হামলার আশঙ্কা বাড়ছে, সতর্কবার্তা কেন্দ্রের। প্রতীকী ছবি।

বিদেশে আজকাল প্রায়ই হচ্ছে। নতুন সন্ত্রাসের সংজ্ঞা এখন সেটাই। বিদেশের মতো ভারতেও ক্রমশ ‘লোন উল্ফ’ বা একক কোনও জঙ্গির হামলার আশঙ্কা বাড়ছে বলে উৎসবের মরশুমে সতর্ক করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। ভারতের মতো জনবহুল দেশে একক কোনও জঙ্গি হামলা চালালে বড় ধাঁচের লোকক্ষয় হতে পারে বলেই মনে করেন রাজনাথ।

Advertisement

সম্প্রতি লন্ডন ও নিউ ইয়র্কে এ ধরনের ‘লোন উল্ফ’ হামলা হয়েছে। এক জঙ্গির গাড়ির ধাক্কায় বা গুলি করার ঘটনায় মারা গিয়েছেন বেশ কয়েক জন। সেই উদাহরণের উল্লেখ করে আজ গুরুগ্রামে ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)-র বার্ষিক অনুষ্ঠানে রাজনাথ বলেন, ‘‘একক ভাবে যারা সন্ত্রাসবাদী কাজে সক্রিয়, তাদের আটকানো সব সময়ই বড় চ্যালেঞ্জ। সন্ত্রাসের কৌশল ও প্রযুক্তি প্রতিনিয়ত পাল্টাচ্ছে। সেই ভাবে আমাদের প্রস্তুত থাকতে হবে।’’

‘লোন উল্ফ’ কোথায় কী ভাবে হামলা চালাবে, তা অধিকাংশ সময়েই অজানা থাকে। সে কারণে পুলিশকে সন্ত্রাস দমনে আরও আধুনিক প্রশিক্ষণ ও হাতিয়ার দেওয়ার প্রশ্নে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানান রাজনাথ। তাঁর কথায়, ‘‘কোনও শহরের পুলিশবাহিনী হল প্রতিরক্ষার প্রথম স্তম্ভ। সেই কারণে পুলিশেকে সন্ত্রাস দমনে আরও আধুনিক প্রশিক্ষণ দেওয়া হবে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন