রাতের পটনায় এটিএমে হামলা, খুন প্রহরী

রাতের পটনায় ফের দুষ্কৃতীদের তাণ্ডবের অভিযোগ। শহরের প্রাণকেন্দ্র, ডাকবাংলো চকের কাছে মৌর্যলোক কমপ্লেক্সে এটিএম গার্ডকে খুন করে এটিএম লুঠের চেষ্টা চালাল দুষ্কৃতীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৬ ০৩:০৯
Share:

রাতের পটনায় ফের দুষ্কৃতীদের তাণ্ডবের অভিযোগ। শহরের প্রাণকেন্দ্র, ডাকবাংলো চকের কাছে মৌর্যলোক কমপ্লেক্সে এটিএম গার্ডকে খুন করে এটিএম লুঠের চেষ্টা চালাল দুষ্কৃতীরা। শুক্রবার রাতের ঘটনার খবর অবশ্য ঢিল ছোড়া দূরত্বে বসে পুলিশ আজ সকালে জানতে পারে। মৃত এটিএম রক্ষীর নাম দীপক কুমার (৫৫)।

Advertisement

পটনার কোতয়ালি থানার কাছে এই ঘটনার জেরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনার পরে ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। পটনার এসএসপি মনু মহারাজ কোতয়ালি থানার আইসি অবিনাশ কুমারকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এমনিতে শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা মৌর্যলোক কমপ্লেক্সকে নিরাপদ বলেই মনে করা হয়। কোতয়ালি থানার বিপরীত দিকে থাকা এই বাণিজ্যিক কেন্দ্রে শ’দুয়েক দোকান-সহ নানা সরকারি ও বেসরকারি দফতর রয়েছে। স্বাভাবিক ভাবেই সেখানে বিভিন্ন ব্যাঙ্কের এটিএম রয়েছে। তেমনই একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের এটিএমের রাতের প্রহরী ছিলেন দীপক কুমার। আজ সকালে এটিএমের ভিতর থেকেই তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছিল।

Advertisement

গত কয়েক দিন ধরে পটনায় শীত পড়তে শুরু করেছে। স্বাভাবিক ভাবে রাতের দিকে লোকজন তেমন ভাবে বাইরে আসছেন না। নির্জনতার সেই সুযোগ নিয়েই দুষ্কৃতীরা গত কাল রাতে ওই এটিএমে হামলা চালায় বলে পুলিশের অনুমান। এটিএম-রক্ষী দীপক কুমার বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। থানা এবং ডাকবাংলা চকে সব সময়ে পুলিশ থাকে। তার এত কাছে এমন কাণ্ড ঘটলেও পুলিশ কেন টের পেল না তা নিয়ে প্রশ্ন উঠেছে। এসএসপি জানিয়েছেন, ‘‘সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কোন সময়ে ঘটনা ঘটেছিল তা দেখার পরে পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুষ্কৃতীদের শীঘ্রই গ্রেফতার করা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement