উজ্জয়িনীতে শিপ্রা নদীর ধারে গণবিবাহের সেই আসর। ছবি: সংগৃহীত।
কোনও জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, বিশাল কোনও রিসর্ট নয়। একেবারে সাদামাঠা ভাবেই কনিষ্ঠ পুত্র অভিমন্যুর বিয়ে দিতে চলেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। গণবিবাহের আসরে ২১ জন যুগলের সঙ্গে একই ছাঁদনাতলায় রবিবার মুখ্যমন্ত্রীর পুত্রের বিয়ের আয়োজন করা হয়েছে। গণবিবাহের ওই অনুষ্ঠানের নাম সাঁওয়ারা খেড়ি।
স্থানীয় সূত্রে খবর, একটি হোটেলের লন ভাড়া নেওয়া হয়েছে। নানা রঙের ছোঁয়ায় সাজানো হবে বিয়ের মঞ্চ। থাকবে মধ্যপ্রদেশের সংস্কৃতির ছোঁয়া। মুখ্যমন্ত্রীর পুত্র-সহ ২২ যুগল ঘোড়ার গাড়ি চড়ে বিয়ের আসরে আসবেন। প্রত্যেক যুগলের পরিবারের সদস্যেরাও থাকবেন এই অনুষ্ঠানে। একটি মধ্যবিত্ত পরিবারে যে রকম বিয়ে হয়, সে রকম ভাবেই বিয়ের আয়োজন করা হয়েছে। বিশাল জায়গা জুড়ে বিয়ের মঞ্চ বানানো হয়েছে। এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উজ্জয়িনীতে।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ২৫ হাজার অতিথি এই বিবাহ অনুষ্ঠানের সাক্ষ্য থাকবেন। শুক্রবার থেকেই বিয়ের নানা রকম প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী গীতা কলোনিতে নিজের বাসভবনে পুজার্চনাও করেন। শনিবার তাঁর পরিবারের সদস্যেরা বিয়ের নানা রকম রীতিনীতি পালন করেন। অভিমন্যুর সঙ্গে বিয়ে হচ্ছে ঈশিতা যাদব পটেলের। গত বছরেই জ্যেষ্ঠপুত্র বৈভবের বিয়ের অনুষ্ঠানও খুব সাদামাঠা ভাবে আয়োজন করেছিলেন মুখ্যমন্ত্রী। রাজস্থানে সেই বিয়ের আয়োজন করা হয়েছিল। তবে গণবিবাহের আসরে কনিষ্ঠপুত্রের বিয়ে আয়োজন করে সকলকে চমকে দিয়েছেন মোহন যাদব।