Body Builder Beaten to Death

বিয়েবাড়িতে মহিলাদের হেনস্থার প্রতিবাদ, স্বর্ণপদকজয়ী জাতীয় স্তরের বডিবিল্ডারকে পিটিয়ে খুন হরিয়ানায়!

পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার ভিওয়ানিতে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন রোহিত। তাঁর এক বন্ধুও সঙ্গে গিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বরযাত্রীর কয়েক জন কনেপক্ষের বাড়িতে এসে অভব্য আচরণ করেন বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১২:৪৫
Share:

বডিবিল্ডার রোহিত ধনখড়। ছবি: সংগৃহীত।

হরিয়ানার রোহতকে জাতীয় স্তরের এক বডিবিল্ডারকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। মৃতের নাম রোহিত ধনখড়। তিনি রোহতকের হুমায়ুনপুর গ্রামের বাসিন্দা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার ভিওয়ানিতে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন রোহিত। তাঁর এক বন্ধুও সঙ্গে গিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বরযাত্রীর কয়েক জন কনেপক্ষের বাড়িতে এসে অভব্য আচরণ করেন বলে অভিযোগ। কনের বাড়ির কয়েক জন মহিলার সঙ্গে অশালীন আচরণ করেন। যখন এই ঘটনা ঘটছিল, কয়েক হাত দূরে বন্ধু যতীনের সঙ্গে দাঁড়িয়েছিলেন রোহিত। চিৎকার-চেঁচামেচি শুনে তিনি এগিয়ে যান। জিজ্ঞাসা করেন কী হয়েছে। তখন ওই মহিলারা ঘটনাটি জানান।

প্রত্যক্ষদর্শীদের দাবি, উত্ত্যক্তকারী যুবকদের সরে যাওয়ার জন্য অনুরোধ করেন রোহিত। তা নিয়ে দু’পক্ষের মধ্যে সামান্য বচসা হয়। তার পর তাঁরা অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান শেষে গাড়িতে করে রোহিত এবং যতীন বাড়িতে ফিরছিলেন। সেই সময় পথে তাঁদের ঘিরে ধরেন ২০ জন যুবক। সকলের হাতেই রড, লাঠি এবং ধারালো অস্ত্র ছিল। রোহিতকে মারতে উদ্যত হলে তাঁরা বাইক নিয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু লেভেল ক্রসিংয়ের গেট পড়ে থাকায় রোহিতেরা বেশি দূর পালাতে পারেননি। রোহিতকে ধরে ফেলেন ওই যুবকেরা। যতীন কোনও রকমে পালান। অভিযোগ, তার পরই রোহিতকে বেধড়ক মারধর করা হয়। হামলাকারীরা চলে গেলে যতীন ফিরে আসেন। তার পর রোহিতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।

Advertisement

রোহতকের সেক্টর ৪-এ রোহিতের একটি জিমখানা রয়েছে। ২০১৮ সালে জাতীয় স্তরের প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছিলেন বডিবিল্ডার রোহিত। তৎকালীন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর তাঁকে সম্মানিতও করেন। ২০১৭ সালে বাবা মারা যাওয়ার পর পরিবারের হাল ধরেন রোহিত। বাড়িতে মা এবং বোন রয়েছে। রোহিতের কাকা সতীশ ধনখড় জানিয়েছেন, স্বামী মারা যাওয়ার পর দর্জির কাজ করে দুই সন্তানকে মানুষ করেন রোহিতের মা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement