90 Degree Rail Bridge

৯০ ডিগ্রি বাঁকের সেই রেলসেতু নিয়ে পদক্ষেপ মধ্যপ্রদেশ সরকারের! সাসপেন্ড আট ইঞ্জিনিয়ার, কী বললেন মুখ্যমন্ত্রী?

১৮ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে এই রেলসেতুটি। মহামই কা বাগ এবং পুষ্পনগরের মধ্যে যোগাযোগ মসৃণ করতে নিউ ভোপালের স্টেশন সংলগ্ন এলাকায় এই রেলসেতুটি তৈরি করা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৫ ১৫:৫৫
Share:

৯০ ডিগ্রি বাঁকের বহুচর্চিত সেই রেলসেতু। ছবি: সংগৃহীত।

৯০ ডিগ্রি বাঁক নেওয়া সেই রেলসেতু নিয়ে এ বার পদক্ষেপ করল মধ্যপ্রদেশ সরকার। এই প্রকল্পের সঙ্গে যুক্ত দুই মুখ্য ইঞ্জিনিয়ার-সহ মোট আট ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করল পূর্ত দফতর। শুধু তা-ই নয়, তাঁদের বিরুদ্ধে কর্তব্যের গাফিলতির অভিযোগে বিভাগীয় তদন্তও করা হবে বলে প্রশাসন সূত্রে খবর।

Advertisement

শনিবার ওই আট ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। ৯০ ডিগ্রি রেলসেতু প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মোহন যাদব তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘‘ঐশবাগের রেলসেতু নির্মাণে চরম গাফিলতির অভিযোগ উঠেছে। এই ঘটনা কী ভাবে হল, তার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছি, আট ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হয়েছে।’’ মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, নির্মাণকারী সংস্থা এবং সেতুর নকশা তৈরি করেছিল যারা, তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। কোথায় খামতি ছিল, কাদের গাফিলতিতে এই কাণ্ড, তা খতিয়ে দেখার জন্য একটি তদন্তকারী কমিটি গঠন করা হয়েছে।

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, সেতুটি ঠিক ভাবে তৈরি হয়ে গেলেই উদ্বোধন করা হবে। ১৮ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে এই রেলসেতুটি। মহামই কা বাগ এবং পুষ্পনগরের মধ্যে যোগাযোগ মসৃণ করতে নিউ ভোপালের স্টেশন সংলগ্ন এলাকায় এই রেলসেতুটি তৈরি করা হয়। সেতু নির্মাণের পর সেটির একটি ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়। সেতুটি ৯০ ডিগ্রির বাঁক দেশবাসীকে স্তম্ভিত করেছে। সেতুর এমন নকশা নিয়ে চর্চা আর সমালোচনার ঝড় বয়েছে। নানা রকম মিমও তৈরি হয়েছে সেতুটিকে নিয়ে। সরকারের কাজ নিয়েও নানা রকম প্রশ্ন উঠেছে। তার পরই রেলসেতু নিয়ে কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement