Viral Obscene Video

রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে সঙ্গম! মধ্যপ্রদেশের সেই ‘বিজেপি নেতা’ অবশেষে গ্রেফতার! একাধিক ধারায় মামলা রুজু

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের মাঝে গাড়ি দাঁড় করিয়ে এক মহিলার সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়েছিলেন ‘বিজেপি নেতা’ মনোহরলাল ধকড়! ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ‘ভাইরাল’ হতেই শুরু হয় শোরগোল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৫ ১২:৫৭
Share:

গ্রেফতার ‘বিজেপি নেতা’ মনোহরলাল ধকড়। —প্রতীকী চিত্র।

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের মাঝে গাড়ি দাঁড় করিয়ে সঙ্গমে লিপ্ত হয়েছিলেন ‘বিজেপি নেতা’ মনোহরলাল ধকড়! ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ‘ভাইরাল’ হতেই শুরু হয় শোরগোল। অবশেষে সেই নেতাকে গ্রেফতার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। যদিও ভাইরাল হওয়া ভিডিয়োয় মনোহরলালের সঙ্গে আপত্তিকর অবস্থায় যে মহিলাকে দেখা গিয়েছিল, তাঁকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি। এই প্রসঙ্গে পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোটা ঘটনাটির তদন্ত করে দেখা হচ্ছে। ওই মহিলার বিরুদ্ধে কী আইনি পদক্ষেপ করা সম্ভব, তা বিবেচনা করে দেখা হচ্ছে।

Advertisement

ঘটনার সূত্রপাত গত ১৩ মে। সেই রাত্রে ইনদওর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে মন্দসৌরের কাছে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে একটি সাদা গাড়ি থেকে নামতে দেখা যায় মনোহরলালকে। তাঁর সঙ্গে এক মহিলাও ছিলেন। অভিযোগ, এর পর মাঝরাস্তাতেই সঙ্গমে লিপ্ত হন তাঁরা। গোটা ঘটনাটি এলাকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। তাতে দেখা যাচ্ছে, একটি সাদা গাড়ি থেকে নামছেন মনোহরলাল। সঙ্গে রয়েছেন সম্পূর্ণ নগ্ন এক মহিলা। গাড়ি থেকে নামার পর মাঝরাস্তাতেই সঙ্গমে লিপ্ত হচ্ছেন দু’জনে। ভিডিয়োয় গাড়িটির নম্বরও স্পষ্ট দেখা যাচ্ছে। পরিবহণ বিভাগের নথি অনুসারে, গাড়িটি মনোহরলালের নামেই নিবন্ধিত।

ভিডিয়ো ছড়িয়ে পড়তেই বিতর্ক শুরু হয়েছে নানা মহলে। মধ্যপ্রদেশের ভানপুরা থানা জনজীবনে ব্যাঘাত ঘটানো এবং অশ্লীল আচরণের অভিযোগে মনোহরলালের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে। এই প্রসঙ্গে তদন্তকারী পুলিশ আধিকারিক আরসি ডাঙ্গি বলেন, “মনোহরলালকে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ২৯৬ (প্রকাশ্যে অশ্লীল আচরণ), ২৮৫ (রাস্তায় বাধা সৃষ্টি করা) এবং ৩ (৫) ধারায় গ্রেফতার করা হয়েছে। আমরা গোটা ঘটনার তদন্ত করছি। কে বা কারা ভিডিয়োটি ছড়িয়ে দিল, এর নেপথ্যে উদ্দেশ্যটাই বা কী, তা খতিয়ে দেখা হচ্ছে।”

Advertisement

বিতর্কের আবহে বিজেপি অবশ্য জানিয়েছে, মনোহরলাল দলের সঙ্গে যুক্ত ছিলেন না। বিজেপির মন্দসৌর জেলা সভাপতি রাজেশ দীক্ষিত বলেন, ‘‘মনোহরলাল বিজেপির নেতা নন, সরাসরি দলের সঙ্গে যুক্তও নন। উনি সম্প্রতি অনলাইনে পার্টির সদস্যপদ গ্রহণ করেছিলেন। এ ধরনের মানুষকে বিজেপিতে রাখা হবে না। তবে তাঁর স্ত্রী বিজেপি নেত্রী।’’ সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, মনোহরলালের স্ত্রী সোহান বাই বিজেপি-সমর্থিত জেলা পঞ্চায়েতের সদস্য। তিনি বর্তমানে মন্দসৌর জেলা পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডের প্রতিনিধিত্ব করছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement