National News

পেড নিউজ কাণ্ডে মধ্যপ্রদেশের মন্ত্রীকে সরাল নির্বাচন কমিশন

মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা রাজেন্দ্র ভারতী ২০১২ সালে নির্বাচন কমিশনে অভিযোগ করেছিলেন, ২০০৮ সালের বিধানসভা ভোটের আগে বিভিন্ন সংবাদপত্রকে দিয়ে নরোত্তম মিশ্র পেড নিউজ করিয়েছিলেন। সেই অভিযোগ পাওয়ার পর কমিশন নিরপেক্ষ তদন্ত চালায়। তাতে ওই অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ জুন ২০১৭ ১৪:৪২
Share:

মধ্যপ্রদেসের সেই অপসারিত মন্ত্রী নরোত্তম মিস্র।- ফাইল চিত্র।

মধ্যপ্রদেশের শিবরাজ সিংহ চৌহান মন্ত্রিসভার দু’নম্বর ব্যক্তিত্ব, স্বাস্থ্যমন্ত্রী নরোত্তম মিশ্রকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। ভোটারদের প্রভাবিত করার জন্য বিভিন্ন সংবাদপত্রকে দিয়ে পেড নিউজ করানোর দায়ে। নরোত্তম মধ্যপ্রদেশের জনসংযোগ মন্ত্রীও ছিলেন।

Advertisement

কমিশনের এক পদস্থ কর্তা শনিবার এই খবর দিয়ে জানিয়েছেন, মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা রাজেন্দ্র ভারতী ২০১২ সালে নির্বাচন কমিশনে অভিযোগ করেছিলেন, ২০০৮ সালের বিধানসভা ভোটের আগে বিভিন্ন সংবাদপত্রকে দিয়ে নরোত্তম মিশ্র পেড নিউজ করিয়েছিলেন। সেই অভিযোগ পাওয়ার পর কমিশন নিরপেক্ষ তদন্ত চালায়। তাতে ওই অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। দেখা গিয়েছে, নরোত্তম তাঁর নির্বাচনী ব্যয়বরাদ্দের টাকায় ভোটারদের কাছে তাঁর ভাবমূর্তি বাড়াতে ৪২টি সংবাদপত্রকে দিয়ে পেড নিউজ করিয়েছিলেন, ২০০৮ সালের ৮ থেকে ২৭ নভেম্বরের মধ্যে। তার প্রেক্ষিতে ২০১৩ সালে নরোত্তমকে শো-কজ নোটিস ধরায় কমিশন। শুনানি হয়, খতিয়ে দেখা হয় যাবতীয় তথ্যপ্রমাণ, নথিপত্র। তার ভিত্তিতেই নরোত্তমকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন- ত্রিদেশ সফরে মোদী, সোমবার ট্রাম্পের ডিনার, কথা হবে পাঁচ ঘণ্টা

Advertisement

নরোত্তম অবশ্য এর আগে নির্বাচন কমিশনের তদন্ত বন্ধ করার জন্য মধ্যপ্রদেশ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, গিয়েছিলেন সুপ্রিম কোর্টেও। কিন্তু আদালতে তাঁর আর্জি খারিজ হয়ে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন