Madhya Pradesh Accident

মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে একের পর এক বাইকে ধাক্কা পুলিশকর্মীর! মৃত্যু শিক্ষকের, সঙ্কটজনক স্ত্রী, দুই সন্তান

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত এএসআইয়ের নাম মনোজ যাদব। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই পুলিশকর্মী এতটাই মদ্যপান করেছিলেন যে, ঠিকমতো দাঁড়াতে পারছিলেন না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ১৩:১৮
Share:

প্রতীকী ছবি।

মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে একের পর এক বাইকে ধাক্কা। তার পর পিষে দিলেন এক শিক্ষককে। মধ্যপ্রদেশের নীমাচে পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টরের (এএসআই) বিরুদ্ধে গাড়িচাপা দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষকের। গুরুতর জখম হন তাঁর স্ত্রী এবং দুই সন্তান।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত এএসআইয়ের নাম মনোজ যাদব। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই পুলিশকর্মী এতটাই মদ্যপান করেছিলেন যে, ঠিকমতো দাঁড়াতে পারছিলেন না। এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘‘টলতে টলতে গাড়ি থেকে নামেন এএসআই। তাঁর মুখ থেকে মদের গন্ধ বেরোচ্ছিল। রাস্তায় আহত অবস্থায় লোকজন পড়ে রয়েছে, সে দিকে এএসআইয়ের কোনও হুঁশই ছিল না।’’ এএসআইয়ের গাড়ি থেকে মদের ফাঁকা বোতল উদ্ধার হয়েছে বলেও দাবি। স্থানীয়েরাই এএসআইকে ধরে পুলিশের হাতে তুলে দেন।

পুলিশ জানিয়েছে, স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে নীমাচ-জওয়ার রোডে বাইকে করে যাচ্ছিলেন শিক্ষক দশরথ। তিনি বাড়িতে ফিরছিলেন। সেই সময় পুলিশকর্মীর গাড়ি একের পর এক বাইকে ধাক্কা মারে। বাইকআরোহীরা ছিটকে রাস্তায় পড়েন। শিক্ষক দশরথের বাইকেও ধাক্কা মারেন এএসআই। তিনি, তাঁর স্ত্রী এবং সন্তানেরা রাস্তায় পড়ে যান। তার পরই শিক্ষককে পিষে দেন এএসাই। তাঁকে সাসপেন্ড করা হয়েছে। গাড়িচাপা দেওয়ার অভিযোগে এএসআইকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement