Maharashtra Crisis

Maharashtra Crisis: অসম থেকে ৪০টি লাশ ফিরবে! শিবসেনা নেতা সঞ্জয় রাউতের মন্তব্যে শুরু নয়া বিতর্ক

বিতর্ক শুরু হতেই সঞ্জয় বলেন, ‘‘আমি বলতে চেয়েছি, ওই লোকগুলোর শরীরটাই শুধু আছে, আত্মার মৃত্যু হয়েছে। একে লাশ বলব না তো কী বলব!’’

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৮ জুন ২০২২ ০৯:৪২
Share:

শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত। ফাইল ছবি।

মহারাষ্ট্রের মহা-নাটকে নয়া মোচড়। শিবসেনা নেতা তথা সাংসদ সঞ্জয় রাউতের মন্তব্যে আবার নতুন করে বিতর্ক। সোমবার দলীয় এক সভায় তাঁর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বর্তমানে গুয়াহাটির বিলাসবহুল হোটেলের আবাসিক বিদ্রোহী শিবসেনা বিধায়করা।

Advertisement

সোমবার শিবসেনার এক জনসভায় সঞ্জয় বলেছিলেন, ‘‘অসম থেকে ৪০টি লাশ ফিরবে। সেগুলো সোজা মর্গে পাঠিয়ে দেওয়া হবে।’’ তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। বিদ্রোহী বিধায়কদের দাবি, সঞ্জয় তাঁদের খুনের হুমকি দিচ্ছেন। যদিও সঞ্জয়ের দাবি, তাঁর মন্তব্যে খুনের হুমকি নেই। বিতর্ক শুরু হওয়ার পর তিনি বলেন, ‘‘আমরা এখন শিখে গিয়েছি, কাকে বিশ্বাস করতে হবে এবং কাকে করা যাবে না। এই দেহগুলোর (গুয়াহাটির হোটেলের আবাসিক) মধ্যে আত্মার মৃত্যু হয়েছে। তাই বলেছি, অসম থেকে ৪০টি লাশ আসবে।’’

যদিও তা মানতে নারাজ শিবসেনার বিদ্রোহী শিবির। আবাসিক বিধায়কদের নেতা একনাথ শিন্ডের ছেলে, শিবসেনা সাংসদ শ্রীকান্ত শিন্ডে বলেন, ‘‘গোটা রাজ্য দেখছে, কোন ভাষায় সঞ্জয় মন্তব্য করছেন। খেলা যখন হাতের বাইরে বেরিয়ে যায়, তখনই মানুষ এমন মন্তব্য করে।’’ তাঁর কটাক্ষ, ‘‘বলিউড এর মধ্যে থেকে ভাল চিত্রনাট্যের মশলা পেয়ে যেতে পারে!’’

Advertisement

এ দিকে রাজ্যে শিবসৈনিকদের বিক্ষোভ শুরু হওয়ার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিদ্রোহী বিধায়কদের বাড়ির নিরাপত্তায় আধাসেনা মোতায়েন করা হয়েছে। মহারাষ্ট্র সরকারও আদালতে জানিয়েছে, বিধায়কদের নিরাপত্তার দায়িত্ব তাদের।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন