Maharashtra

শুধু সাজ নয়, সুরক্ষাও; মহিলাদের জন্য নয়া উদ্যোগ মহারাষ্ট্র পুলিশের

মহিলাদের সুরক্ষার জন্য একটি বিশেষ ধরনের নেকলেস তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার। নারী নিরাপত্তা নিশ্চিত করার জন্যই তৈরি এই বিশেষ ধরনের নেকলেসে থাকবে জিপিএস সিস্টেম এবং প্যানিক বাটন। জরুরী পরিস্থিতিতে বা হঠাৎ কোনও বিপদের মুখোমুখি হলে, এই নেকলেসের মধ্যে থাকা প্যানিক বোতামটির মাধ্যমে মহিলারা পুলিশকে সংকেত পাঠাতে পারবেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮ ১০:০১
Share:

আর নয় এই ভয়ের ছবি

দেশ জুড়ে ক্রমশই বেড়ে চলা নারী নির্যাতনের ঘটনা এড়াতে মহিলাদের হাতে নতুন হাতিয়ার তুলে দিতে এগিয়ে এল মহারাষ্ট্র সরকার। মহিলাদের সুরক্ষার জন্য একটি বিশেষ ধরনের নেকলেস তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে এই রাজ্যের সরকার।

Advertisement

নারী নিরাপত্তা নিশ্চিত করার জন্যই তৈরি এই বিশেষ ধরনের নেকলেসে থাকবে জিপিএস সিস্টেম এবং প্যানিক বাটন। জরুরী পরিস্থিতিতে বা হঠাৎ কোনও বিপদের মুখোমুখি হলে, এই নেকলেসের মধ্যে থাকা প্যানিক বোতামটির মাধ্যমে মহিলারা পুলিশকে সংকেত পাঠাতে পারবেন।

রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী (গ্রামীন) দীপক কেশরকার সম্প্রতি এই ঘোষণা করে জানান যে, সরকার খুব তাড়াতাড়ি এই প্রকল্পের ব্যপারে সিদ্ধান্ত নিতে চলেছে। এই ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেলে এই প্যানিক বোতাম সহ নেকলেস ১০০০ টাকা বা তারও কমে পাওয়া যাবে। এই ধরনের নেকলেস বিদেশের বহু দেশে পাওয়া গেলেও, ভারতে এই ধরনের নেকলেসের প্রচলন এর আগে ছিলনা। কেশরকার আরও জানান যে, আগামী এক মাসে প্রকল্পটি চূড়ান্ত করা হবে এবং সরকারের পক্ষ থেকে দরপত্র ডাকা হবে।

Advertisement

আরও পড়ুন: আগাম বুঝতে জিপিএস স্টেশন

আরও পড়ুন: বিপদে বাঁচতে সর্বত্র জিপিএস চাইছেন মোদী

সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে, প্যানিক বোতাম থেকে আসা বিপদ সংকেতের মাধ্যমে মহিলাটির অবস্থান সনাক্ত করতে পুলিশের তরফে কন্ট্রোল রুমে বিশেষ পর্যবেক্ষন কমিটি তৈরি করা হবে।

আধুনিক এই প্রযুক্তি মহিলাদের সত্যিই কতটা সুরক্ষা দিতে পারে, সেটাই এখন দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন