গাড়িতে ধাক্কা মারল মৈত্রী এক্সপ্রেস, মৃত পাঁচ

বাংলাদেশে একটি লেভেল ক্রসিংয়ে মৈত্রী এক্সপ্রেসের ধাক্কায় একটি মোটরগাড়ির ৫ আরোহীর মৃত্যু হয়েছে। ট্রেনটির পেছনের দিকের একটি বগি লাইনচ্যুত হলেও কোনও যাত্রী জখম হননি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা ও কলকাতা শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৭ ০২:৫০
Share:

বাংলাদেশে একটি লেভেল ক্রসিংয়ে মৈত্রী এক্সপ্রেসের ধাক্কায় একটি মোটরগাড়ির ৫ আরোহীর মৃত্যু হয়েছে। ট্রেনটির পেছনের দিকের একটি বগি লাইনচ্যুত হলেও কোনও যাত্রী জখম হননি। রবিবার ভারতীয় সময় সকাল সওয়া ৯টা নাগাদ ঢাকার অদূরে গাজিপুরে ঘটনাটি ঘটেছে।

Advertisement

ঢাকা থেকে সকালে কলকাতার উদ্দেশে ছাড়ে ছাড়ে ট্রেনটি। গাজিপুরের গোয়ালবাথানে নয়ানগর- সোনাখালি লেভেল ক্রসিংয়ে ওই দুর্ঘটনাটি ঘটে। রেল সূত্র খবর, ট্রেন আসছে দেখেও ওই গাড়ির চালক তাড়াহুড়ো করে লাইন পেরোতে যায়। পূর্ণ গতিতে আসা ট্রেনটি মোটরগাড়িটির পেটে ধাক্কা মারলে সেটি ইঞ্জিনের সামনে আটকে যায়। বাংলাদেশ রেলের এক কর্তা জানাচ্ছেন, মোটরগাড়িটিকে ধাক্কা মারার পরে প্রায় দেড় কিলোমিটার গাড়িটিকে টেনে নিয়ে যায় মৈত্রীর ইঞ্জিন। পরে একটি সেতুতে ওঠার মুখে রেল লাইনের তলার ফাঁকা অংশ দিয়ে গাড়ির টুকরোগুলি নীচে পড়ে যায়। তার পরেই ট্রেনটির পিছনের একটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনের কোনও যাত্রীর চোট লাগেনি। তবে গাড়িটি পুরোপুরি দলা পাকিয়ে যায়। গাড়ির চালক ও চার যাত্রীরা সকলেই মারা গিয়েছেন। এর মধ্যে দু’জন মহিলা ও দুটি শিশু রয়েছেন। সকলেই একই পরিবারের। পাঁচ ঘণ্টা ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। ২০০৮-এ ঢাকা ও কলকাতার মধ্যে নতুন ভাবে শুরু হওয়ার পরে এই প্রথম দুর্ঘটনায় পড়ল মৈত্রী এক্সপ্রেস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন