National

হাইকোর্টে ধাক্কা খেলেন কেজরী, কেন্দ্রের হাতেই দিল্লির আইনশৃঙ্খলা

বড়সড় ধাক্কা খেলেন অরবিন্দ কেজরীবাল। লেফ্টেন্যান্ট গভর্নরের ক্ষমতাকে চ্যালেঞ্জ করে দিল্লির নির্বাচিত সরকারের হাতে পুলিশ প্রশাসনের দায়িত্ব হস্তান্তরের মামলাটি সরাসরি খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৬ ১১:৫৪
Share:

দিল্লি হাইকোর্টে ধাক্কা খেল আপ সরকার। ফাইল চিত্র।

বড়সড় ধাক্কা খেলেন অরবিন্দ কেজরীবাল। লেফ্টেন্যান্ট গভর্নরের ক্ষমতাকে চ্যালেঞ্জ করে দিল্লির নির্বাচিত সরকারের হাতে পুলিশ প্রশাসনের দায়িত্ব হস্তান্তরের মামলাটি সরাসরি খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। উপ রাজ্যপালকে রাজ্যের মন্ত্রিসভার সদস্যদের পরামর্শ মতো কাজ করার প্রস্তাবটিও খারিজ করে গিয়েছে আদালত।

Advertisement

দিল্লির পুলিশকে নিজেদের নিয়ন্ত্রনে রাখতে বারেবারেই কেন্দ্রে সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়েছে দিল্লির আপ সরকার। সিএনজি সমস্যা থেকে ডিডিসিএ-র দুর্নীতি, বিভিন্ন বিষয়ে দিল্লির পুলিশ কমিশনার এবং উপ রাজ্যপালের সঙ্গে প্রকাশ্যে বিবাদে জড়িয়েছেন মুখ্যমন্ত্রী কেজরীবাল। এমনকী ডিডিসিএ নিয়ে উপ রাজ্যপাল নাজিব জঙ্গের সঙ্গে আলোচনা না করেই তদন্ত কমিটি তৈরি করেন কেজরী। বৃহস্পতিবার দিল্লি সরকারের সেই তদন্ত কমিটিকেও অবৈধ আখ্যা দিল হাইকোর্ট।

হাইকোর্টে হারলেও আপ যে বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে তা স্পষ্ট করেছেন আপ নেতা আশুতোষ। কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করে আশুতোষ বলেন, “দিল্লির নির্বাচিত সরকারকে বরখাস্ত করতে উঠেপড়ে লেগেছে কেন্দ্র। তবে এই ধরনের বিষয়ে শেষ কথা বলবে সুপ্রিম কোর্টই। আমরা সে দিকেই তাকিয়ে আছি।”

Advertisement

আরও পড়ুন:
ধৃত দুই আপ বিধায়ক, মোদীকে বিঁধলেন কেজরীবাল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন