Kerala

মস্তিষ্কের অসুখে মৃত্যু হল ৯ বছরের মালয়ালম টিকটক স্টারের!

এই বয়সেই তাঁর ফ্যান ফলোয়ার সংখ্যা লজ্জায় ফেলতে পারে নাম করা অভিনেতাদেরও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৯ ১১:১২
Share:

টিকটক স্টার আরুণী এস কুরুপ। ছবি ইউটিউব ভিডিয়োর দৃশ্য।

কেরলের শিশু অভিনেতা আরুণী এস কুরুপ। নয় বছর বয়স তার। কিন্তু এই বয়সেই তাঁর ফ্যান ফলোয়ার সংখ্যা লজ্জায় ফেলতে পারে নাম করা অভিনেতাদেরও। সেই আরুণীর মৃত্যু হল ত্রিবান্দ্রমের এসআইটি হাসপাতালে।

Advertisement

কয়েকদিন আগে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সঙ্গে ছিল প্রবল মাথা ব্যথা। চিকিৎসকরা যথাসাধ্য করলেও তার অবস্থার উন্নতির হয়নি। অবশেষে মৃত্যু গ্রাস করে নেয় অরুণীর জীবন। চিকিৎসকরা জানিয়েছেন, এক অজানা রোগ বাসা বেঁধেছিল এই জনপ্রিয় টিকটক স্টারের শরীরে। যা তাঁর মস্কিষ্কের কাজকর্মে ব্যাঘাত ঘটাচ্ছিল।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দুঃখে ভেঙে পড়েছেন তার ফ্যানেরা। সোশ্যাল মিডিয়ায়র বিভিন্ন প্ল্যাঠফর্মে আরুণীর তৈরি ভিডিয়ো পোস্ট করে তাকে স্মরণ করছেন ভক্তরা। ন’বছরের অরুণী চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। তার বাবাও দুর্ঘটনায় গত বছর মারা গিয়েছেন।

Advertisement

আরও পড়ুন: থানার ভিতর টিকটক ভিডিয়োয় নেচে সাসপেন্ড মহিলা পুলিশ কর্মী!

আরও পড়ুন: ক্লাসে ছাত্রদের সামনেই শিক্ষিকা ছুরি মারলেন স্বামী!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement