National News

মনে রাখব আমরা, ক্ষোভ সামলাতে না পেরে সনিয়াকে বললেন মমতা

কিছু ক্ষণের মধ্যে সংসদের সেন্ট্রাল হলে সনিয়া গাঁধীর সঙ্গে দেখা হয় তাঁর। সনিয়ার উদ্দেশে মমতা বলেন, ‘‘মনে রাখব! আমরা সব মনে রাখব।’’ সনিয়া যদিও শান্ত ভাবে মমতাকে বলেন, ‘‘আমরা একে অন্যকে দোষারোপ করছি বটে, কিন্তু আসলে আমরা রাজনৈতিক বন্ধু।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৪৭
Share:

-ফাইল ছবি

সারদা-কাণ্ডে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দলের কয়েক জন নেতার ভূমিকা নিয়ে লোকসভায় মুখ খুলেছিলেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী। আর তাতেই ক্ষুব্ধ হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!

Advertisement

কিছু ক্ষণের মধ্যে সংসদের সেন্ট্রাল হলে সনিয়া গাঁধীর সঙ্গে দেখা হয় তাঁর। সনিয়ার উদ্দেশে মমতা বলেন, ‘‘মনে রাখব! আমরা সব মনে রাখব।’’ সনিয়া যদিও শান্ত ভাবে মমতাকে বলেন, ‘‘আমরা একে অন্যকে দোষারোপ করছি বটে, কিন্তু আসলে আমরা রাজনৈতিক বন্ধু।’’

সবে কংগ্রেসের সঙ্গে বন্ধুত্ব হয়েছে তাঁর দলের, কথাটা মনে রেখেই সনিয়ার জামাই রবার্ট বঢরাকে ইডি-র টানা জেরা নিয়ে কিছুই বলতে চাননি মমতা। বরং কিছুটা এড়িয়ে গিয়ে বলেছিলেন, ‘‘সামনে ভোট বলেই এই সব হচ্ছে-টচ্ছে। এটা রাজনৈতিক প্রতিশোধ।’’

Advertisement

আরও পড়ূুন- গাঁধীজির কাছে প্রার্থনা করলাম, মোদী হঠাও দেশ বাঁচাও: মমতা​

আরও পড়ূুন- চাই চুক্তির নবীকরণ, মমতাকে চিঠি কর্মীদের​

অথচ, তার পরেই বুধবার লোকসভায় কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বেআইনি অর্থলগ্নি সংস্থা সংক্রান্ত বিলের উপর আলোচনায় সারদাকাণ্ড নিয়ে তোপ দেগে বসলেন তৃণমূল সুপ্রিমোর দিকে। আর তা শুনে হাততালি দিলেন বিজেপি সাংসদরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement