ফাইল চিত্র।
রাষ্ট্রপতি পদে সর্বসম্মত প্রার্থী ঠিক করতে আগামী সপ্তাহে দিল্লিতে বৈঠকে বসতে চলেছে বিরোধী দলগুলি। আজ কলকাতা ফিরলেও, সেই বৈঠকে যোগ দিতে বুধবার ফের দিল্লি যাওয়ার সম্ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল সূত্রে খবর, ২৫ মে বিরোধীদের বৈঠকের পরে সর্বসম্মত ভাবে রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করার কথা রয়েছে। আর এই এক সপ্তাহে শাসক দল কোনও প্রার্থী দেয় কি না সেটিও দেখে নিতে চাইছে বিরোধী জোট। সূত্রের খবর, সেই কারণে চলতি সফরে সনিয়া গাঁধীর সঙ্গে বৈঠকে পদপ্রার্থীর নাম নিয়ে আলোচনা এড়িয়ে গিয়েছেন খোদ মমতাই।
৩ জুন ডিএমকে নেতা করুণানিধির জন্মদিন। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে ওই দিন তৃণমূল নেত্রীকে চেন্নাইতে থাকার জন্য অনুরোধ করেন করুণা-পুত্র স্ট্যালিন। ব্যক্তিগত কারণে মমতা যেতে না পারলেও প্রতিনিধি হিসেবে দলীয় নেতা ডেরেক ও’ব্রায়েনকে সেখানে পাঠানোর সিদ্ধান্ত নেন তিনি। ওই রাজ্যে এডিএমকের সঙ্গে সুসম্পর্ক থাকলেও, লোকসভা ভোটের কথা মাথায় রেখে বৃহত্তর বিরোধী জোটের স্বার্থে সব আঞ্চলিক দলের সঙ্গে তালমিল রেখে এগোতে চাইছেন মমতা।