জেটলির বাড়িতে দেখা হল না মোদী-মমতার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেলেন। তার কিছুক্ষণ পরেই এলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা হল না। অথচ আজ দু’জনেরই গন্তব্য ছিল এক। ২, কৃষ্ণ মেনন মার্গ। অরুণ জেটলির বাড়ি, তাঁর মেয়ের বিয়ের অনুষ্ঠান। আজ সন্ধেবেলাই দিল্লিতে পা রেখেছেন মমতা। কাল থেকে শুরু হবে তাঁর রাজনৈতিক সফরসূচি। যার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী মোদী-সহ বিভিন্ন নেতা-মন্ত্রীর সঙ্গে বৈঠক। রাজ্যের জন্য দাবিদাওয়া আদায়ের প্রক্রিয়া শুরু করা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৫ ০৪:১৩
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেলেন। তার কিছুক্ষণ পরেই এলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা হল না।

Advertisement

অথচ আজ দু’জনেরই গন্তব্য ছিল এক। ২, কৃষ্ণ মেনন মার্গ। অরুণ জেটলির বাড়ি, তাঁর মেয়ের বিয়ের অনুষ্ঠান।

আজ সন্ধেবেলাই দিল্লিতে পা রেখেছেন মমতা। কাল থেকে শুরু হবে তাঁর রাজনৈতিক সফরসূচি। যার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী মোদী-সহ বিভিন্ন নেতা-মন্ত্রীর সঙ্গে বৈঠক। রাজ্যের জন্য দাবিদাওয়া আদায়ের প্রক্রিয়া শুরু করা। কিন্তু তার আগে, আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির বাড়িতে সামাজিক সৌজন্যের খাতিরে উপস্থিত থাকলেন তৃণমূল নেত্রী।

Advertisement

রাজনৈতিক শিবিরের মতে, জেটলির আমন্ত্রণ স্বীকার করে মমতার উপস্থিত থাকাটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আজকের অনুষ্ঠানে ছিলেন না নীতীশ কুমার, নবীন পট্টনায়কেরা। নীতীশ পরশু প্রীতিভোজের অনুষ্ঠানে আসবেন। অসুস্থ থাকায় আসতে পারেননি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। অ-বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ছিলেন কেবল মমতাই। ছিলেন না সনিয়া-রাহুলও। তৃণমূলের দলীয় সূত্রের খবর, সংসদের ভিতরে-বাইরে রাজনৈতিক মতপার্থক্য যতই থাকুক, সৌজন্যের প্রশ্নে ইতিবাচক বার্তাই দিতে চাইছেন তৃণমূল নেত্রী।

অরুণ জেটলির প্রশস্ত সবুজ বাগানখচিত বাংলোটি গত দু’সপ্তাহ ধরেই উৎসবমুখর তাঁর মেয়ে সোনালির বিয়েকে কেন্দ্র করে। দফায় দফায় চলছে উৎসব। এক-একদিনের অনুষ্ঠানের পর পেশাদার ইভেন্ট ম্যানেজাররা বদলে দিয়েছেন লনের সেট ডিজাইন। আর আকাশে উড়ুক্কু দ্রোন ক্যামেরায় উঠেছে এই তারকাখচিত বিয়েবাড়ির ছবি। ইতিমধ্যেই হয়ে গিয়েছে সঙ্গীত, অনুপ জলোটার ভজন সন্ধ্যা। আগের দিন মধ্যরাতে শাহরুখ খান এসে যোগ দিয়েছেন সঙ্গীত-অনুষ্ঠানে। নেচেছেন মিকা সিংহের গানের সঙ্গে। এ দিন আসেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, কংগ্রেসের পি চিদম্বরম, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রফুল্ল পটেল, আনন্দ শর্মা থেকে ক্রিকেট জগতের বিভিন্ন কর্তা।

কনে ও নায়ক। অরুণ জেটলির মেয়ে সোনালির বিয়ের সঙ্গীতে নাচলেন শাহরুখ খান।
সোনালির সঙ্গে শাহরুখের এই ছবিটি সোমবার টুইট করেন তিনি।

আজ ছিল মেহেন্দি এবং মূল বিবাহ অনুষ্ঠান। সন্ধ্যা ৭টা নাগাদ আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোনালিকে আশীর্ব্বাদ করেন তিনি। ছিলেন এনসিপি নেতা শরদ পওয়ার এবং রমন সিংহ, শিবরাজ সিংহ চহ্বান, বসুন্ধরা রাজে সিন্ধিয়া-সহ বিজেপি-র মুখ্যমন্ত্রীরা। পরে মমতা বন্দ্যোপাধ্যায় এলে তাঁর সঙ্গে ছবি তোলেন নবদম্পতি সোনালি ও জয়েশ। মমতা শুভেচ্ছা বিনিময় করেন অরুণের সঙ্গে। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে অনেকক্ষণ কথা বলেন তৃণমূল নেত্রী।

তৃণমূল সূত্রের মতে, মমতার এ বারের সফরের অন্যতম উদ্দেশ্য প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সামাজিক প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ ছাঁটাইয়ের বিষয়টি নিয়ে অভিযোগ জানানো। এই বিষয়টিকে আপাতত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে পাখির চোখের মতো দেখছেন মমতা। রাজনৈতিক সূত্রে জানানো হচ্ছে, আজকের সন্ধ্যার পর, আগামী দু’দিন তিনি ব্যস্ত হয়ে পড়বেন রাজনৈতিক ও প্রশাসনিক বৈঠকে।

লক্ষ্য উন্নয়ন, বিয়েবাড়ি যাবেন নীতীশও

অরুণ জেটলির মেয়ের বিয়েতে উপস্থিত থাকতে চান নীতীশ কুমার। সোমবার তিনি নিজেই বলেন, ‘‘আমি ৯ ডিসেম্বর দিল্লি যাব। অরুণ জেটলির মেয়ের বিয়েতে হাজির থাকব।’’ নীতীশ কিছুটা অসুস্থ। কিন্তু তা সত্ত্বেও দিল্লি যাওয়ার পরিকল্পনা পাকা বলেই জানাচ্ছে তাঁর ঘনিষ্ঠ মহল। সে ক্ষেত্রে বিহার ভোটের পরে এই প্রথম মুখোমুখি হবেন নীতীশ ও নরেন্দ্র মোদী। বিহারের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠেরা জানাচ্ছেন, জেটলি নীতীশের পুরোনো বন্ধু। আবার জেটলি ও নরেন্দ্র মোদীর বন্ধুত্ব খুবই গভীর। এই বন্ধুত্বকে রাজ্যের উন্নয়নের কাজে লাগাতে চান নীতীশ। তাঁর দাবির তালিকায় রয়েছে পটনা মেট্রো রেল, গঙ্গার উপরে সেতু-সহ বেশ কিছু প্রকল্প। এই বিষয়গুলি নিয়েই বিয়ে বাড়িতে বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলতে চান তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement