Odisha High Court

বিদ্যুতের খুঁটি চুরির ‘শাস্তি’! নিজের গ্রামে ২০০ গাছ পুঁততে হবে, যুবককে নির্দেশ ওড়িশা হাই কোর্টের

গত বছরের ২৫ ডিসেম্বর মানস আতি নামে এক যুবকের বিরুদ্ধে ছ’টি বিদ্যুতের খুঁটি চুরির অভিযোগ ওঠে। যেগুলির আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১১
Share:

বিদ্যুতের খুঁটি চুরির অভিযোগে গ্রেফতার হন ওড়িশার যুবক। প্রতীকী ছবি।

বিদ্যুতের খুঁটি চুরি করার অভিযোগে এক যুবককে অভিনব ‘শাস্তি’ দিল ওড়িশা হাই কোর্ট। যুবককে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে আদালত। বিচারপতির নির্দেশ, আগামী দু’বছরের মধ্যে নিজের গ্রামে ২০০ গাছ পুঁততে হবে।

Advertisement

গত বছরের ২৫ ডিসেম্বর মানস আতি নামে এক যুবকের বিরুদ্ধে ছ’টি বিদ্যুতের খুঁটি চুরির অভিযোগ ওঠে। যেগুলির আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা। লক্ষাধিক টাকার বিদ্যুতের খুঁটি চুরি হতেই শোরগোল পড়ে যায় বিদ্যুৎ দফতরে। পুলিশে অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে মানস আতিকে গ্রেফতার করে পুলিশ।

সোমবার হাই কোর্টে সেই মামলার শুনানি ছিল। জামিনের আবেদন করেন অভিযুক্ত। বিচারপতি এসকে পানিগ্রাহী মানসের জামিন শর্তসাপেক্ষে মঞ্জুর করেন। মানসকে শর্ত দেওয়া হয়, আগামী দিনে যে কোনও অপরাধমূলক কাজ থেকে বিরত থাকতে হবে। তবে তাঁকে জামিনের পাশাপাশি ‘শাস্তি’ও দেয় আদালত। বিচারপতি নির্দেশ দেন, গ্রামে সবুজায়নের কাজ করতে হবে। দু’বছরের মধ্যে গ্রাম জুড়ে নানা ধরনের ২০০টি গাছ পুঁততে হবে। জায়গাও নির্দিষ্ট করে দিয়েছে আদালত। মানসকে নির্দেশ দেওয়া হয়েছে, সরকারি এবং ব্যক্তিগত জমিতেও এই গাছ বসানো যেতে পারে। তবে স্থানীয় থানা, বন দফতর এবং রাজস্ব দফতরের আধিকারিকদের সাহায্য নিতে হবে।

Advertisement

এই উদ্দেশ্যকে সফল করতে জেলা নার্সারিকে গাছ সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে। গাছগুলি কোথায় বসাতে হবে রাজস্ব দফতরকে সেই জায়গা চিহ্নিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement