প্রতীকী ছবি।
অত্যাচারের অভিযোগ তুলে স্ত্রী ছেড়ে চলে গিয়েছিলেন। বাড়িতে কন্যাকে নিয়েই থাকেন যুবক। একটি ভিডিয়ো পুলিশের হাতে পৌঁছোতেই যুবককে ডেকে পাঠায় পুলিশ। তার পরই তাঁকে গ্রেফতার করে। ঘটনাটি কেরলের কান্নুরের।
পুলিশ জানিয়েছে, একটি ভিডিয়ো তাদের হাতে পৌঁছোয়। সেখানে দেখা গিয়েছে, এক যুবক তাঁর কন্যাকে বেধড়ক মারছেন। কন্যা বাঁচার জন্য চিৎকার করছে। তাঁর মাথা দেওয়ালে ঠুকে দেওয়া হচ্ছে। সেই ভিডিয়োর সূত্র ধরে যুবককে চিহ্নিত করে পুলিশ। অভিযুক্তের নাম হোসে ওরফে মামাচান। তিনি চেরুপুঝায় একটি ভাড়াবাড়িতে থাকেন।
ভিডিয়ো দেখে যুবকে ডেকে পাঠায় পুলিশ। সেই তলব পেয়েই থানায় কন্যাকে নিয়ে হাজির হন যুবক। তাঁর স্ত্রীকেও ডাকা হয় বয়ান রেকর্ডের জন্য। পায়ান্নুরের ডেপুটি পুলিশ সুপার কে বিনোদ কুমার জানিয়েছেন, যুবক এবং তাঁর পরিবারের সদস্যদের থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই সময় যুবক দাবি করেন যে, স্ত্রীকে তাঁকে ছেড়ে চলে গিয়েছিলেন। তাই তাঁকে ফিরিয়ে আনার জন্য নাটক করতে হয়েছিল। পুরোটাই একটা মজা ছিল। তবে পুলিশের কাছে মজা হিসাবে দাবি করলেও, সেটি আদৌ মজা নয় বলেই মনে করছে পুলিশ।
ডেপুটি পুলিশ সুপার বলেন, ‘‘প্রাথমিক ভাবে আমরা মনে করছি এটা কোনও মজা নয়। যদিও মজাও হয়ে থাকে, তা হলে শিশুর উপর এই ধরনের বর্বরতা, হিংসার দৃশ্যকে মজা হিসাবে গণ্য করা হবে না।’’ পুলিশ জানিয়েছে, যুবকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হচ্ছে।