National news

ব্যক্তিগত ছবি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করায় খুন হরিয়ানায়

পুলিশ জানিয়েছে, খুন হওয়া ওই ব্যক্তির নাম লভ জোহর। তাঁরই এক আত্মীয়ের হাতে খুন হন তিনি। অভিযুক্ত ব্যক্তি দীনেশ পলাতক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ জুন ২০১৮ ২২:৪৫
Share:

প্রতীকী ছবি।

হোয়াটসঅ্যাপ গ্রুপে ব্যক্তিগত ছবি শেয়ার করার জন্য খুন হতে হল এক ব্যক্তিকে। দিল্লি থেকে ৫০ কিলোমিটার দূরে রবিবার রাতে ঘটনাটি ঘটেছে হরিয়ানায়।

Advertisement

পুলিশ জানিয়েছে, খুন হওয়া ওই ব্যক্তির নাম লভ জোহর। তাঁরই এক আত্মীয়ের হাতে খুন হন তিনি। অভিযুক্ত ব্যক্তি দীনেশ পলাতক।

লভের ভাই অজয় পুলিশকে জানান, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন ছিলেন লভ। ওই গ্রুপে রাজনীতি থেকে শুরু করে নানা বিষয় নিয়ে আলোচনা চলত। তাঁর দাদা ভুলবশত ওই গ্রুপে তাঁদের ব্যক্তিগত ছবি পাঠিয়ে ফেলেন। এর পর দিন রবিবার রাতে অভিযুক্ত দীনেশ তাঁদের বাড়িতে ডেকে পাঠান। লভ তাঁর ভাইয়ের সঙ্গে দীনেশের বাড়িতে যান। গ্রুপে ব্যক্তিগত ছবি শেয়ার করা নিয়ে দীনেশ ঝামেলা শুরু করেন। ইট, লোহার রড দিয়ে বেধড়ক মারধর শুরু করে দেন দীনেশ এবং তাঁর পরিবারের লোকেরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় লভের। গুরুতর জখম হন অজয়ও।

Advertisement

আরও পড়ুন: ওলায় শ্লীলতাহানি, তরুণীর বিবস্ত্র ছবি হোয়াটসঅ্যাপে!

পুলিশ জানিয়েছে, দীনেশ এবং তাঁর পরিবারের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। তবে দীনেশের এখনও খোঁজ মেলেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement