Haryana Crime News

বাড়ির সামনে বাজি! প্রতিবাদ করায় হরিয়ানায় বৃদ্ধকে পিটিয়ে খুন, পলাতক অভিযুক্তেরা

হরিয়ানার ফরিদাবাদে বাড়ির সামনে বাজি ফাটানোর প্রতিবাদ করায় বৃদ্ধকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। পাড়ার তিন যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন নিহতের পুত্র।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ০৯:১৭
Share:

হরিয়ানায় বৃদ্ধকে পিটিয়ে খুনের অভিযোগ। —প্রতীকী চিত্র।

বাড়ির সামনে বাজি ফাটানোর প্রতিবাদ করছিলেন বৃদ্ধ। তিন যুবকের সঙ্গে তিনি বচসায় জড়িয়ে পড়েন। তার জেরে বৃদ্ধকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বাড়ির সামনেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় অভিযুক্তেরা পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Advertisement

ঘটনাটি হরিয়ানার ফরিদাবাদের সেক্টর ১৮ হাউসিং বোর্ড কলোনির। নিহতের পুত্র রাজু, ধীরজ এবং নন্দু নামের তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তাঁরা একই পাড়ার বাসিন্দা। অভিযোগ, কালীপুজোর দিন বৃহস্পতিবার রাতে তাঁদের বাড়ির সামনে এসে রাস্তায় বাজি ফাটাচ্ছিলেন ওই তিন যুবক। এর প্রতিবাদ করেন বৃদ্ধ। তিনি দূরে কোথাও গিয়ে বাজি ফাটানোর পরামর্শ দেন অভিযুক্তদের। এতেই দু’পক্ষের মধ্যে বচসা বাধে। কথা কাটাকাটি সাময়িক ভাবে থামলেও রাতে ওই বাড়ির সামনে অভিযুক্তেরা আবার ফিরে আসেন।

নিহতের পুত্র পুলিশকে জানিয়েছেন, সন্ধ্যায় তাঁর মধ্যস্থতায় বচসা থেমে গিয়েছিল। কিন্তু মাঝরাতে ১টা নাগাদ আবার চলে আসেন ওই তিন যুবক। তাঁদের বাড়ির সামনেই আবার বাজি ফাটাতে শুরু করেন। এতে ক্ষিপ্ত হন বৃদ্ধ। তিনি রাস্তায় বেরিয়ে বাজি ফাটানোর প্রতিবাদ করেন। এর পরেই বৃদ্ধকে মারধর করা হয় বলে অভিযোগ। বাধা দিতে গেলে পুত্র এবং পুত্রবধূকেও মারধর করা হয়। মারের চোটে রাতে বাড়ির সামনে রাস্তাতেই মৃত্যু হয় বৃদ্ধের। তার পর ঘটনাস্থল থেকে অভিযুক্তেরা পালিয়ে যান।

Advertisement

এই ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নিহতের পুত্র। অভিযুক্তদের গ্রেফতারি এবং কড়া শাস্তির দাবি জানিয়েছেন তিনি। পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খোঁজ চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement