violence

স্ত্রীর যৌনাঙ্গে বাইকের যন্ত্রাংশ ঢোকালেন স্বামী, জটিল অস্ত্রোপচারে বাঁচল প্রাণ

স্ত্রীর যৌনাঙ্গে মোটরসাইকেলের যন্ত্রাংশ ঢুকিয়ে দিয়েছিলেন স্বামী

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ মে ২০১৯ ১৪:২৩
Share:

প্রতীকী ছবি।

স্ত্রীর যৌনাঙ্গে মোটরসাইকেলের যন্ত্রাংশ ঢুকিয়ে দিয়েছিলেন স্বামী। দু’ বছর পর হল অস্ত্রোপচার। পরকীয়া সম্পর্কে যুক্ত রয়েছেন স্ত্রী, এই সন্দেহেই স্বামী এই জাতীয় কাজের চেষ্টা করেন। কিন্তু স্ত্রী লজ্জায় এ কথা কাউকে জানাতে পারেননি। মোটরসাইকেলের একটি প্লাস্টিকের গ্রিপ স্ত্রীর যৌনাঙ্গে ঢুকিয়ে দিয়েছেন স্বামী, অভিযোগ এমনটাই মধ্যপ্রদেশের ইনদওরে এই ঘটনাটি ঘটেছে

Advertisement

মঙ্গলবার এই কারণে একটি জটিল অস্ত্রোপচার হয় নিগৃহীতা মহিলার। মহারাজা যশবন্ত রাও হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন তিনি।

মোটরসাইকেলের প্লাস্টিকের গ্রিুপ মহিলার জরায়ু থেকে অস্ত্রোপচার করে বের করছেন চিকিৎসকরা, পুলিশ সূত্রে খবর এমনটাই।

Advertisement

আরও পড়ুন: কোটি টাকার স্থাবর সম্পত্তি, দু’টি গাড়ি, গয়না...সম্পত্তির হিসাব দিলেন মিমি

চিকিৎসকরা জানিয়েছেন, বহুদিন জরায়ুতে আটকে ছিল ওই গ্রিপ, শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার সম্ভাবনাও ছিল অস্ত্রোপচার না হলে। ওই এলাকার পুলিশ সুপার রাহুল শর্মা বলেন, প্রকাশ ভিল নামের ওই ব্যক্তি স্ত্রীর যৌনাঙ্গে ওই যন্ত্রাংশ ঢুকিয়ে দিয়েছিলেন, কিন্তু স্ত্রী সে কথা জানাতে পারেননি কাউকে। সম্প্রতি মারাত্মক ব্যথা অনুভব করায় বিষয়টি জানাজানি হয়। গ্রেফতার হন ওই ব্যক্তি।

আরও পড়ুন: ‘প্রতিদিন যৌনমিলনের প্রয়োজন হয় না’? মহিলা পাইলটকে প্রশ্ন ক্যাপ্টেনের, যৌন হেনস্থার অভিযোগ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement