Murder

ওয়েব সিরিজ দেখে হত্যার ছক, ইন্টারনেটে সার্চও করেন! স্বামীকে খুনের অভিযোগে রাজস্থানে ধৃত মহিলা, তাঁর প্রেমিক

শনিবার মনোজের টোটো ভাড়া করেন মোহিত। তাঁকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যান। সেখান থেকে ঋষি ওই টোটোটে ওঠেন। তার পর একটি খামারবাড়িতে নিয়ে যেতে বলেন মনোজকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৫ ১৮:১৫
Share:

ধৃত অভিযুক্তেরা। ছবি: সংগৃহীত।

স্বামীকে খুন করার অভিযোগে রাজস্থানের জয়পুরে এক মহিলা এবং তাঁর প্রেমিককে গ্রেফতার করল পুলিশ। ধৃতেরা হলেন সন্তোষ দেবী এবং তাঁর প্রেমিক ঋষি শ্রীবাস্তব।

Advertisement

পুলিশ সূত্রে খবর, সন্তোষ দেবী এবং ঋষি একটি কারখানায় কাজ করতেন। সন্তোষ দেবীর স্বামী মনোজ টোটো চালাতেন। একসঙ্গে এক জায়গায় কাজ করার সূত্রে সন্তোষ দেবীর সঙ্গে ঋষির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পথের কাঁটা হয়ে দাঁড়ান মনোজ। তাঁকে খুনের পরিকল্পনা করেন সন্তোষ, ঋষি এবং তাঁর এক বন্ধু মোহিত।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মনোজকে কী ভাবে খুন করা যায়, সেই তথ্য ইন্টারনেটে সার্চ করেছিলেন তাঁরা। এমনকি খুন করে কী ভাবে পুলিশের হাত থেকে বাঁচা যায়, সেই কৌশলেরও তথ্য খুঁজে দেখেন ইন্টারনেটে। একেবারে নিখুঁত ভাবে যাতে কাজ সেরে ফেলা যায়, তার জন্য অভিযুক্তেরা খুন সংক্রান্ত একটি ওয়েব সিরিজও দেখেছিলেন। তার পরই মনোজকে খুনের পরিকল্পনা করেন বলে অভিযোগ।

Advertisement

শনিবার মনোজের টোটো ভাড়া করেন মোহিত। তাঁকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যান। সেখান থেকে ঋষি ওই টোটোটে ওঠেন। তার পর একটি খামারবাড়িতে নিয়ে যেতে বলেন মনোজকে। খামারবাড়ি পৌঁছোতেই সেখানে মনোজের উপর হামলা চালান ঋষি এবং মোহিত। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে খুন করা হয়। তার পর তাঁর দেহ জঙ্গলে ফেলে দিয়ে পোশাক বদলে ওই এলাকা ছাড়েন। স্থানীয়েরা যুবকের দেহ দেখতে পেয়ে পুলিশ খবর দেন। তদন্তে নেমে মনোজের স্ত্রীর প্রতি সন্দেহ হয় পুলিশের। তাঁকে জেরা করতেই আসল ঘটনা প্রকাশ্যে আসে। তাঁর সূত্র ধরেই ঋষি এবং মোহিতকেও গ্রেফতার করে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement