Delhi Murder

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন, দেহ লুকিয়ে রাখলেন ট্রাকের কেবিনে! দিল্লিতে ধৃত যুবক

পুলিশ জানিয়েছে, মৃতার বাড়ি পটনায়। প্রদীপের সঙ্গে বিয়ে হয়েছিল বছরখানেক আগে। মহিলার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ১৬:৫২
Share:

ট্রাকের কেবিন থেকে মহিলার দেহ উদ্ধার। প্রতীকী ছবি।

বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে এই সন্দেহে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। দক্ষিণ-পূর্ব দিল্লির ওখলা থেকে মহিলার দেহ উদ্ধার হয়। এই ঘটনায় মহিলার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম প্রদীপ। তিনি হরিয়ানার হাঁসির উমরা গ্রামের বাসিন্দা। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, ট্রাকের কেবিনের ভিতর থেকে এক মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। যে ট্রাক থেকে দেহটি উদ্ধার হয়েছে, সেটিতে ফ্রিজার রয়েছে। মনে করা হচ্ছে, দেহটি পাচারের ছক ছিল অভিযুক্তের। কিন্তু তার আগেই স্থানীয়েরা বিষয়টি দেখে ফেলেন। তার পরই তাঁরা পুলিশে খবর দেন।

পুলিশ জানিয়েছে, মৃতার বাড়ি পটনায়। প্রদীপের সঙ্গে বিয়ে হয়েছিল বছরখানেক আগে। মহিলার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হত। বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে স্ত্রীর, সন্দেহ করতেন প্রদীপ। আর তা নিয়ে অশান্তি দিন দিন বাড়ছিল। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গত ১১ নভেম্বর নভি মুম্বই থেকে রওনা দেন প্রদীপ। ১৩ নভেম্বর দিল্লি আসেন। তার পরই ২০ নভেম্বর মহিলার দেহ উদ্ধার হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement