Crime

দিল্লিতে ভাড়া বাড়িতে যুবকের দেহ উদ্ধার, খুনের অভিযোগ ফ্ল্যাটমেটের বিরুদ্ধে

দিল্লির মেহরৌলী এলাকায় এক যুবকের দেহ উদ্ধার করা হয়েছে। তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ ফ্ল্যাটমেটের বিরুদ্ধে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২২ ১৬:৪৫
Share:

দিল্লির একটি ফ্ল্যাট থেকে যুবকের দেহ উদ্ধার। প্রতীকী ছবি।

ফ্ল্যাটের মধ্যে এক যুবককে খুনের অভিযোগ উঠল তাঁরই ফ্ল্যাটমেটের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির মেহরৌলী এলাকায়। খুনের পর অভিযুক্ত ফ্ল্যাটমেট পলাতক বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। এই এলাকা থেকেই উদ্ধার হয়েছিল শ্রদ্ধা ওয়ালকরের দেহ। তাঁর লিভ ইন সঙ্গী আফতাব আমিন পুনাওয়ালা তাঁকে খুন করে দেহ টুকরো টুকরো করে ফেলেছিলেন বলে অভিযোগ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, নিহত যুবকের নাম মুলচাঁদ গিরি (২৪)। তিনি সিজিও কমপ্লেক্স এলাকায় সিএনজি পাম্পে কর্মরত ছিলেন। মেহরৌলী এলাকায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন ওই যুবক। তাঁর সঙ্গে থাকছেন পিন্টু নামে এক বাস চালক ও আরও এক যুবক।

সোমবার সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ঘরে গিয়ে পিন্টু দেখেন যে, মেঝেয় মুলচাঁদের দেহ পড়ে রয়েছে। ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করা ছিল। এর পরই পুলিশে খবর দেন পিন্টু। ঘটনাস্থলে পুলিশ গিয়ে মুলচাঁদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যুবকের মাথায় আগাতের চিহ্ন রয়েছে।

Advertisement

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে যে, মুলচাঁদের সঙ্গে তাঁর অন্য এক ফ্ল্যাটমেটের ঝামেলা হয়েছিল। এই ঘটনার পর থেকেই ওই ফ্ল্যাটমেট পলাতক। এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্ত গ্রেফতার হননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement