প্রেম প্রত্যাখ্যান করায় তরুণীর উপর হামলা। প্রতীকী ছবি।
প্রেম দিবসে সহপাঠী তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন যুবক। কিন্তু তরণী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় ‘প্রতিশোধ’ নিলেন। ছুরি দিয়ে কোপানোর পর তরুণীর গায়ে অ্যাসিড ঢেলে দেওয়ার অভিযোগ উঠল ওই যুবকের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তরুণী।
শুক্রবার ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের আন্নামায়া জেলার পেরামপল্লিতে। ‘ভ্যালেন্টাইস ডে’ উপলক্ষে সহপাঠী তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন এক যুবক। তরুণী কলেজে এসেছিলেন। ঠিক তখনই তাঁর উপর হামলা চালান যুবক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তরুণীর সঙ্গে কথা কাটাকাটি হয় যুবকের। তার পরই আচমকা ছুরি দিয়ে কোপাতে শুরু করেন। বেশ কয়েক বার কোপানোর পর তরুণীর গায়ে অ্যাসিড ঢেলে পালিয়ে যান যুবক।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তরুণীকে সঙ্কটজনক অবস্থায় মদনপল্লির এক সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনার নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। আক্রান্ত তরুণীর সব রকম চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি। এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ ছিল কি না অভিযুক্তকে জেরা করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।