Blue Drum Incident

আবার নীল ড্রাম, সেই উত্তরপ্রদেশ, ভাইপোকে মেরে অর্ধদগ্ধ দেহ ফেলে পালান কাকা! এক বছর পর পাকড়াও

মাস কয়েক আগে এই উত্তরপ্রদেশেই স্বামীকে খুন করে ড্রামে ভরেছিলেন স্ত্রী এবং তাঁর প্রেমিক। আবার নীল রঙের ড্রাম-কাণ্ড ঘিরে শোরগোল শুরু হয়েছে যোগী আদিত্যনাথের রাজ্যে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৭
Share:

উত্তরপ্রদেশে আবার নীল ড্রাম-কাণ্ড! —প্রতীকী চিত্র।

নাবালিকা মেয়ের নগ্ন ছবি দেখিয়ে তাঁকে ব্ল্যাকমেল করছিলেন। এই কারণে ভাইপোকে শ্বাসরোধ করে খুন করেছিলেন কাকা। প্রমাণ লোপাটের জন্য দেহ পোড়ানোর চেষ্টা করেন। কিন্তু পুরোটা পোড়েনি। নীল রঙের একটি ড্রামে ওই অবস্থাতেই দেহ ফেলে পালিয়েছিলেন যুবক। ঘটনার প্রায় এক বছর পরে গ্রেফতার হলেন অভিযুক্ত। উত্তরপ্রদেশের আগরার মালপুরা এলাকার ঘটনা।

Advertisement

মাস কয়েক আগে এই উত্তরপ্রদেশেই স্বামীকে খুন করে ড্রামে ভরেছিলেন স্ত্রী এবং তাঁর প্রেমিক। আবার নীল রঙের ড্রাম-কাণ্ড ঘিরে শোরগোল শুরু হয়েছে যোগী আদিত্যনাথের রাজ্যে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম রাকেশ। বয়স ১৯ বছর। গত বছর ১৮ ফেব্রুয়ারি অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয় তাঁর। দেহাংশের ডিএনএ পরীক্ষার পর গত সোমবার গ্রেফতার করা হয়েছে মৃতের কাকা দেবীরাম কিশোরকে।

জানা গিয়েছে, গত বছর ১৯ বছরের রাকেশ কাকার মেয়ের কিছু আপত্তিকর ছবি তুলেছিলেন। সেই ছবিগুলো কাকাকে দেখিয়ে ব্ল্যাকমেল করেন যুবক। ভাইপোর এই কাজে ক্রুদ্ধ দেবীরাম তাঁর আর এক ভাইপোকে ডেকে আনেন। ওই যুবকের নাম নিত্য কিশোর।

Advertisement

অভিযোগ, দু’জনে মিলে রাকেশকে গলা টিপে খুন করেন। তার পর দেহ টেনে নিয়ে গিয়েছিলেন নিজেদের দোকানে। সেখানে একটি নীল রঙের ড্রামে দেহ ঢুকিয়ে তোলা হয় গাড়িতে। নির্জন স্থানে ড্রামটি ফেলে তাতে পেট্রল ছড়িয়ে আগুন ধরিয়ে দেন দেবীরাম। আর দাঁড়াননি। ফিরে গিয়েছিলেন বাড়ি।

পর দিন ওই ওই ড্রামটি উদ্ধার করে পুলিশ। দেহের অর্ধেক পুড়ে যাওয়ায় মৃতের পরিচয় জানা প্রথমে সম্ভব হয়নি। ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়। এত দিনে মৃতকে চিহ্নিত করা গিয়েছে। অবশেষে অভিযুক্তকে খুঁজে বার করেছে পুলিশ।

গত সোমবার গ্রেফতারির পরে দেবীরাম নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন বলে খবর। তবে আর এক ভাইপো পলাতক। তাঁর খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement