Madhya Pradesh Crime

শিবলিঙ্গ ভাঙচুর! মত্ত অবস্থায় পাথর ছুড়ে মারলেন যুবক, রাতারাতি উত্তপ্ত এলাকা

গাছের নীচে রাখা শিবলিঙ্গ ভাঙচুরের অভিযোগ। মত্ত অবস্থায় যুবক শিবলিঙ্গের দিকে পাথর ছুড়ে মারেন। এলাকায় উত্তেজনা ছড়ালে পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২২ ০৯:৫৬
Share:

শিবলিঙ্গ ভাঙচুরের অভিযোগ যুবকের বিরুদ্ধে। প্রতীকী ছবি।

গাছের নীচে রাখা এক শিবলিঙ্গ ভাঙচুরের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। মত্ত অবস্থায় শিবলিঙ্গের দিকে পাথর ছুড়ে মারেন তিনি। ভাঙাচোরা শিবলিঙ্গ দেখে এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ গিয়ে কোনও রকমে পরিস্থিতি সামলায়।

Advertisement

ঘটনাটি মধ্যপ্রদেশের দমোহ জেলার। রবিবার রাতে বিলওয়ারি মহল্লা এলাকায় একটি গাছের নীচে রাখা শিবলিঙ্গ আক্রমণ করেন অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, যুবক মত্ত অবস্থায় ছিলেন। কোন আক্রোশে শিবলিঙ্গ ভাঙচুর করেছেন তিনি, তা জানা যায়নি। যুবককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, রবিবার রাতে এলাকার বড় একটি গাছের নীচে শিবলিঙ্গ ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা শিবলিঙ্গের এই হাল দেখে ক্ষোভে ফেটে পড়েন। রাতারাতি উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

Advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দামোহর এসপি বলেছেন, ‘‘সেই রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। যুবক নেশাগ্রস্ত ছিলেন। শিবলিঙ্গটি কোনও মন্দিরে ছিল না। গাছের নীচে খোলামেলা অবস্থায় রাখা ছিল সেটি। ধৃত যুবক জানিয়েছেন, তিনি মত্ত অবস্থায় একটি পাথর শিবলিঙ্গের দিকে ছুড়ে মেরেছিলেন। তাতেই শিবলিঙ্গটি ভেঙে যায়।’’

প্রাথমিক ভাবে দোষ স্বীকার করে নিলেও এমন আচরণের নেপথ্যে যুবকের অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement