Man arrested for tying up wife

বউকে চেয়ারে বেঁধে মার, দরজা ভেঙে ঢুকল পুলিশ

ভিতরে ঢুকে এক রকম অবাক হয়ে যান পুলিশ কর্মীরা। দেখেন, চেয়ারের সঙ্গে এক মহিলাকে বেঁধে রাখা হয়েছে। তাঁর শরীরের আঘাতের চিহ্ন স্পষ্ট। মুখে গুঁজে রাখা হয়েছে কাপড়ের টুকরো।

Advertisement

সংবাদ সংস্থা

চেন্নাই শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২০ ২০:২৩
Share:

শাটারস্টক থেকে নেওয়া ছবি।

প্রতিবেশীরা প্রায়শই ঘরটি থেকে এক মহিলার চিৎকার শুনতে পেতেন। তাঁরা চেষ্টাও করেছিলেন কারণ অনুসন্ধানের। কিন্তু ঘরটি ভিতর থেকে এমন ভাবে বন্ধ করে রাখা ছিল, তাঁরা ঢুকতে পারেননি সেখানে। শেষ পর্যন্ত তাঁরা পুলিশেই খবর দেন।

Advertisement

তামিলনাড়ুতে কন্যাকুমারী জেলার কোলাচেন থানা এলাকার ঘটনা। রহস্যময় ওই বাড়িটির বিষয়ে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ কর্মীরাও প্রথমে দরজায় টোকা দেন। কিন্তু কাউকে দরজা খুলতে দেখা যায়নি। অবশেষে দরজা ভেঙে প্রবেশ করেন পুলিশ কর্মীরা।

ভিতরে ঢুকে এক রকম অবাক হয়ে যান পুলিশ কর্মীরা। দেখেন, চেয়ারের সঙ্গে এক মহিলাকে বেঁধে রাখা হয়েছে। তাঁর শরীরের আঘাতের চিহ্ন স্পষ্ট। মুখে গুঁজে রাখা হয়েছে কাপড়ের টুকরো। সেই অবস্থা থেকে মহিলাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

আরও পড়ুন: বিহারের 'জলযোদ্ধা'র পাশে শিল্পপতি মহিন্দ্রা, কোদাল ছেড়ে ট্র্যাক্টর চালাবেন লউঙ্গী

সাদা পোশাকে পুলিশ সেখানে হঠাৎ পৌঁছে যাওয়ায় পালানোর সুযোগ পায়নি অভিযুক্ত। সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় মহিলার স্বামীকে। ধৃতের নাম সুরেশ রাজন। তার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ।

আরও পড়ুন: এ যেন আর এক বিদ্যাসাগর, রাস্তায় মায়ের পাশে বসে পড়াশোনা চালিয়ে যাচ্ছে কিশোরী

অভিযোগ, সুরেশ স্ত্রীকে চেয়ারে বেঁধে দিনের পর দিন মারধর করত। তাঁর চিৎকার যাতে বাইরে না যায়, তার জন্য দরজা জানলা বন্ধ রাখত। কিন্তু তাও প্রতিবেশীরা ওই মহিলার চিৎকার শুনতে পেতেন। এই উদ্ধারের একটি ভিডিয়ো নাকি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পায়। সেখানে সাদা পোশাকের পুলিশ কর্মীদের দরজা ভেঙে ভিতরে ঢুকতে দেখা যায়। ভিতরে গিয়ে তাঁরা মহিলার মুখে গুঁজে রাখা কাপড়ের টুকরো বের করে তাঁকে চেয়ার থেকে মুক্ত করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন