Delhi Rape Case

মায়ের পরকীয়া? ‘শাস্তি’ দিতে বার বার ধর্ষণ করলেন পুত্র! চলল বেধড়ক মারধরও, দিল্লিতে গ্রেফতার

মায়ের বিরুদ্ধে বিবাহ-বহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে তাঁকে ‘শাস্তি’ দিলেন পুত্র। বার বার মাকে ধর্ষণের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। দিল্লি পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৫ ০৯:১০
Share:

দিল্লিতে মাকে ধর্ষণের অভিযোগ পুত্রের বিরুদ্ধে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

মায়ের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে তাঁকে ‘শাস্তি’ দিলেন পুত্র। ধর্ষণ করলেন নিজের মাকেই! এক বার নয়, একাধিক বার। সেই সঙ্গে চলল বেধড়ক মারধর। অবশেষে মায়ের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পুত্র অবলীলায় জানিয়েছেন, তিনি মাকে ‘শিক্ষা’ দিচ্ছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সম্প্রতি স্বামীর সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন নির্যাতিতা মহিলা। সেখান থেকে ফেরার পরে বাড়িতেই ধর্ষিতা হন। মহিলার কন্যা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে বিষয়টি প্রকাশ্যে আসে। অভিযোগ, চলতি মাসেই একাধিক বার ওই মহিলার পুত্র তাঁকে ধর্ষণ করেছেন। নানা ভাবে মায়ের উপর অত্যাচার করেছেন।

নির্যাতিতার বয়ান রেকর্ড করেছে পুলিশ। তিনি জানিয়েছেন, গত ২৫ জুলাই স্বামী এবং কন্যার সঙ্গে তিনি সৌদি আরবে গিয়েছিলেন। সেখান থেকে ফেরেন ১১ অগস্ট। সৌদিতে থাকাকালীনই ছেলের ফোন আসত। বাবাকে ফোন করে ছেলে দাবি করতেন, মায়ের ‘চরিত্র খারাপ’। অন্য পুরুষের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। দিল্লি ফিরেই মায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ করা উচিত, বাবাকে পরামর্শ দিতেন ছেলে। ফেরার পর মাকে বেশ কয়েক বার মারধর করেছিলেন বলে অভিযোগ। ভয়ে মহিলা কিছু দিনের জন্য কন্যার বাড়িতে চলে গিয়েছিলেন। অভিযোগ, সেখান থেকে ফেরার পর একটি ঘরে মাকে আটকে রেখেছিলেন ছেলে। ছুরি এবং কাঁচি দিয়ে তাঁকে ভয় দেখাতেন এবং ধর্ষণ করতেন।

Advertisement

লজ্জায় বিষয়টি প্রথমে কাউকে বলতে পারেননি মহিলা। কিন্তু একই ঘটনা বার বার ঘটতে থাকায় কন্যাকে জানান তিনি। পরে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছে দিল্লি পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement