অভিযুক্ত যুবক। ছবি: সংগৃহীত।
পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে হরিয়ানা থেকে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম নোমান ইলাহী। তিনি উত্তরপ্রদেশের শাসমলীর বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের বাসিন্দা হলেও কর্মসূত্রে থাকতেন হরিয়ানায়। সেখানে পানিপতে একটি কারখানায় নিরাপত্তারক্ষীর কাজ করতেন। কিন্তু তার আড়ালে চরবৃত্তির কাজ করতেন বলে অভিযোগ। সেনা এবং প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য পাকিস্তানে পাচার করার অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে।
পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে তারা খবর পেয়েই ওই যুবকের উপর নজরদারি চালাচ্ছিল। তার পরই তাঁকে আটক করা হয়। যুবকের মোবাইল ঘেঁটে একটি সন্দেহজনক নম্বর উদ্ধার করা হয়েছে। ওই নম্বরেই পাকিস্তান থেকে ফোন আসতে বলে তদন্তকারীদের দাবি। তার পরই যুবককে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীরা আরও জানিয়েছেন, ইকবাল কানা নামে এক ব্যক্তির সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল যুবকের। ঘটনাচক্রে, তদন্তকারীরা জানতে পেরেছেন, ওই ব্যক্তি পাকিস্তানের এক জন জঙ্গি।
পুলিশ সূত্রে খবর, ইকবাল কানাওউত্তরপ্রদেশের কৈরানার বাসিন্দা। ১৯৯৫ সালে পাকিস্তানে চলে যায় সে। পরে জঙ্গিদলে যোগ দেয়।