arrest

সব্জি খেয়ে গিয়েছে ছাগল! মেয়েকে সাঁড়াশি গরম করে ছ্যাঁকা, গ্রেফতার হলেন বাবা

পুলিশ আধিকারিক পারুল জানিয়েছেন, মেয়েটির দাদু বাধা দিতে এলে তাঁকেও মারধর করেন রামস্বরূপ। বৃদ্ধ লালানজু এর পর থানায় অভিযোগ দায়ের করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১৫
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

১১ বছরের মেয়ে খেলায় ব্যস্ত ছিল। সব্জি খেয়ে গিয়েছে ছাগল। রাগে মেয়ের শরীরে সাঁড়াশি গরম করে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ বাবার বিরুদ্ধে। এই অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তরপ্রদেশের ললিতপুর জেলার ঘটনা।

Advertisement

সৌজনা থানার আধিকারিক পারুল সিংহ চান্দেল জানান, শনিবার বারৌন গ্রামে বাড়ির সামনে বন্ধুর সঙ্গে খেলছিল মেয়েটি। সেখানে সব্জি ভর্তি একটি ব্যাগ রাখা ছিল। আচমকাই কয়েকটি ছাগল উঠোনে ঢুকে সেই সব্জি খেয়ে ফেলে। মেয়েটি খেলা করছিল বলে খেয়াল করেন। ওই আধিকারিকের কথায়, ‘‘এতে রেগে যান মেয়েটির বাবা রামস্বরূপ ওরফে রামসু। উনুনে সাঁড়াশি গরম করে তা দিয়ে মেয়েটির হাতে-পায়ে ছ্যাঁকা দেন।’’

পুলিশ আধিকারিক পারুল জানিয়েছেন, মেয়েটির দাদু বাধা দিতে এলে তাঁকেও মারধর করেন রামস্বরূপ। বৃদ্ধ লালানজু এর পর থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে রামস্বরূপকে গ্রেফতার করা হয়েছে। মেয়েটিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement