Noida

প্রকাশ্যে মূত্রত্যাগে বাধা দেওয়ায় প্রতিবাদীকে গণপ্রহার

বৃহস্পতিবার সন্ধেবেলা এক ব্যক্তিকে প্রকাশ্যে প্রস্রাব করতে দেখে তিনি আপত্তি জানান। বচসা শুরু হলে একদল মদ্যপ ঘিরে ধরে তাঁকে।

Advertisement

সংবাদ সংস্থ

শেষ আপডেট: ০১ জুলাই ২০১৭ ২০:৩৪
Share:

প্রতীকী ছবি।

স্বচ্ছ ভারতের স্বপ্ন নিয়ে জোরদার প্রচার চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘরে ঘরে শৌচালয় নির্মাণের আর্জি জানাচ্ছেন। তাতে গলা মেলোনোয় গণপিটুনির শিকার হলেন এক ব্যক্তি। উত্তরপ্রদেশের নয়ডা সেক্টর ৪৯–এর ঘটনা।

Advertisement

আরও পড়ুন: মাঝ আকাশে কাছাকাছি দুই বিমান, অল্পের জন্য রক্ষা কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের

নিগৃহীত ব্যক্তি ৩২ বছর বয়সী গৌরব বাসোয়া। পেশায় আইনজীবী। বৃহস্পতিবার সন্ধেবেলা এক ব্যক্তিকে প্রকাশ্যে প্রস্রাব করতে দেখে তিনি আপত্তি জানান। বচসা শুরু হলে একদল মদ্যপ ঘিরে ধরে তাঁকে। বিপদ বুঝে তর্ক বাড়াননি তিনি। বাড়ির পথে হাঁটা দেন। তবে তাতেও রেহাই মেলেনি। গাড়ি নিয়ে তাঁকে ধাওয়া করেন দুষ্কৃতীরা। বাড়ির দরজা থেকে টেনে নিয়ে গিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। পাথর দিয়েথেঁতলে দেওয়া হয় তাঁর হাত। এমনকী তাঁর বাড়ির বাইরের দিকের বারান্দাতেও ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন গৌরব বাসোয়ার বাবা কুশল পাল সিংহ। নয়ডার পুলিশ সুপার অরুণ কুমার সিংহ জানিয়েছেন, সেক্টর ৪৯ থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এরই সঙ্গে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।‌ সেক্টর ৪৯ থানার ভারপ্রাপ্ত আধিকারিক গীরেন্দ্রপাল সিংহ বলেন, ‘‘‌সিসিটিভি ফুটেজে গণপিটুনির দৃশ্য চোখে পড়েছে। তবে আরও তথ্য খুঁজছি আমরা।’’ এর আগে গত ২৯ মে দিল্লির মুখার্জিনগরে এর চেয়েও ভয়ানক ঘটনা ঘটেছিল। প্রকাশ্যে প্রস্রাব করতে বাধা দেওয়ায় সে সময় এক রিক্সাচালককে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন