Bihar

katihar: মেয়ের সামনেই মায়ের মুখে পাটপাতা গুঁজে চোখে পেরেক বসানো কাঠের টুকরো ঢোকানোর অভিযোগ

আট বছরের মেয়ের সামনেই মায়ের মুখে পাট পাতা গুঁজে চোখে পেরেক বসানো কাঠের টুকরো ঢুকিয়ে দেওয়ার অভিযোগ। গুরুতর আহত জখম মহিলা। কাটিহারের ঘটনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ২০:০৫
Share:

গুরুতর আহত জখম মহিলা। কাটিহারের ঘটনা। — ফাইল ছবি।

আট বছরের মেয়ের সামনেই তার মায়ের মুখে পাটের পাতা গুঁজে চোখে ধারালো কাঠের টুকরো ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠল। ওই কাঠের টুকরোয় বসানো ছিল পেরেক। গুরুতর ভাবে জখম হয়েছেন ওই মহিলা। বিহারের কাটিহারের ঘটনা।

Advertisement

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম মহম্মদ শামিম। কাটিহারের পুলিশ সুপার জিতেন্দ্র কুমার বলেন, ‘‘প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, নির্যাতিতা মহিলার সঙ্গে অভিযুক্তের ব্যক্তিগত শত্রুতা রয়েছে। অভিযুক্তকে ধরার চেষ্টা চলছে।’’

বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বিহারের আমদাবাদ থানা এলাকায়। নির্যাতিতা মহিলার আট বছরের মেয়ে বলে, ‘‘বুধবার রাত ১২টা ১০ মিনিট নাগাদ মহম্মদ শামিম আমাদের বাড়িতে আসেন। মাকে বাঁধের ধারে যেতে বলেন তিনি। মা রাজি না হলে জোর করে টেনে নিয়ে পাটের ক্ষেতে নিয়ে যান। সেখানে মায়ের হাত বেঁধে মুখে পাটের পাতা গুঁজে দেন। এর পর পেরেক বসানো কাঠের টুকরো চোখে ঢুকিয়ে দেন।’’

Advertisement

নির্যাতিতার মেয়ের কথায়, ‘‘আমি চিৎকার করে লোকজনকে ডাকি। কেউ আসার আগেই শামিম পালিয়ে যান।’’

নির্যাতিতার মা আনারবতী দেবী বলেন, ‘‘অভিযুক্তের সঙ্গে আমার মেয়ের কোনও শত্রুতা ছিল না। আমার জামাই দিল্লিতে মজুরের কাজ করেন। দিন সাতেক আগে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শামিম। অভিযুক্তের সঙ্গে আমাদের কোনও শত্রুতা নেই। তিনি কেন এমন করলেন, জানি না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement