National News

মিথ্যা কেন বলেছে, ছেলেকে তুলে আছাড় মারল বাবা!

পুলিশ জানিয়েছে, মাস দুয়েক আগের ঘটনা এটি। সেই ঘটনার ভিডিওটিই সামনে এসেছে সম্প্রতি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৮ ১৫:১৯
Share:

‘…আর মিথ্যা কথা বলব না…আর কখনও বলব না…। আমাকে আরও এক বার সুযোগ দাও!’

Advertisement

এ ভাবেই বাবার কাছে কাকুতি-মিনতি করে যাচ্ছিল বছর দশেকের ছেলেটি। না, বাবা তাকে মাপ করে দেননি। শাস্তি দিয়েছিল। কিন্তু শাস্তির যে নিদর্শন তিনি রাখলেন তা শুনলে শিউরে উঠতে হবে। বেঙ্গালুরুর একটি পরিবারের ঘটনা।

পুলিশ জানিয়েছে, মাস দুয়েক আগের ঘটনা এটি। সেই ঘটনার ভিডিওটিই সামনে এসেছে সম্প্রতি। গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করেছিলেন ছেলেটির মা। দোকানে ফোন সারাতে দিয়েছিলেন তিনি। সেখান থেকেই ভিডিও ক্লিপিংটি উদ্ধার করেন দোকানদার। তিনি বিষয়টি একটি এনজিও-কে জানান। তাঁরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। গোটা বিষয়টি খতিয়ে দেখার পর পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে।

Advertisement

আরও পড়ুন: ‘মহাভারতের জতুগৃহ আর সুড়ঙ্গ’ খুঁজতে নামল এএসআই

আরও পড়ুন: প্রয়োজনে পথ দেখে নেব, এ বার বিজেপিকে হুঙ্কার টিডিপির

ছেলেকে মেঝেতে ফেলে লাথি মারছেন বাবা।

ঠিক কী হয়েছিল?

ছেলে মিথ্যা কথা বলায় নাকি মেনে নিতে পারেননি বাবা। শুরু হয় মারধর। প্রথমে বেল্ট দিয়ে বেশ কয়েক ঘা বসিয়ে দেন পিঠে। এখানেই থেমে থাকেননি। ছেলেকে শূন্যে তুলে বিছানার উপর বেশ কয়েক বার আছড়ে ফেলেন। তার পর পা ধরে টেনে ছুড়ে ফেলে দেন মেঝেতে। ছেলেটি যন্ত্রণায় চিত্কার করতে থাকে। কিন্তু সেই আর্তনাদ যেন ওই ব্যক্তির কানেই পৌঁছচ্ছিল না! মেঝে থেকে তুলে ফের সপাটে কয়েকটা চড় মারেন। তার পর লাথি, কিল, ঘুষি কোনওটাই বাদ যায়নি।

ভিডিওতে শোনা গিয়েছে ওই ব্যক্তি ছেলেটিকে বলছে, ‘কত বার বলেছিলাম মিথ্যা কথা না বলতে? কাঁদতে কাঁদতে ছেলেটিকে উত্তর দিতেও শোনা যায়— ‘অনেক বার’। ভুল স্বীকার করেও নিস্তার পায়নি ছেলেটি। মার খেতে খেতেও তাকে বলতে শোনা যায়, ‘আরও এক বার সুযোগ দেওয়া হোক আমাকে।’ কিন্তু সেই মিনতিতেও মন গলেনি ওই ব্যক্তির।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement