National news

চোর সন্দেহে যুবককে পিটিয়ে মারল জনতা! এ বার গুজরাতে

গুরুতর জখম হয়েছেন তাঁর সঙ্গী। এ বারের ঘটনাটি ঘটেছে গুজরাতের দাহুদ এলাকায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৮ ১৬:৪৫
Share:

প্রতীকী ছবি।

ফের উন্মত্ত জনতার রোষের শিকার হলেন এক যুবক। চোর সন্দেহে গণপিটুনির জেরে মৃত্যু হল এক যুবকের। গুরুতর জখম হয়েছেন তাঁর সঙ্গী। এ বারের ঘটনাটি ঘটেছে গুজরাতের দাহুদ এলাকায়।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃতের নাম আজমল ভাহনিয়া (২২)। আর গুরুতর জখম যুবকের নাম ভারু মাথুর। তাঁরা দু’জনেই আদিবাসী সম্প্রদায়ের।

পুলিশ সূত্রের খবর, আজমল আর ভারু সম্প্রতিই জেল থেকে ছাড়া পেয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে চুরি-ডাকাতি এবং সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর অভিযোগ রয়েছে।

Advertisement

এলাকায় তাঁদের ঘুরে বেড়াতে দেখে সন্দেহ হয় জনতার। ফের চুরির অভিযোগেই তাঁদের মারধর করতে শুরু করেন উত্তেজিত জনতা। মারের চোটে ঘটনাস্থলেই মৃত্যু হয় আজমলের। তাঁর সঙ্গী ভারুও গুরুতর জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

আরও পড়ুন: আমাদের ২৫ বছরে একটাও গণপিটুনির ঘটনা ঘটেনি, বিজেপিকে তোপ মানিকের

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এখনও কেউ ধরা পড়েননি।

দেশের বিভিন্ন প্রান্ত থেকেই গণপিটুনির খবর আসছে। কখনও ছেলেধরা সন্দেহ, কখনও গরু পাচারকারী সন্দেহে অনেককেই পিটিয়ে মেরেছে জনতা। কিছুদিন আগেই রাজস্থানের আলওয়ার জেলায় গরু পাচারকারী সন্দে রাখবর খান নামে একজনকে পিটিয়ে মারেন উত্তেজিত জনতা। সম্প্রতিই এ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে গণপিটুনি রোখার আইন আনার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্টও। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষও গুজব ছড়ানো রুখতে পাঁচ জনের অধিক মেসেজ ফরওয়ার্ড করতে দেয় না। তা সত্ত্বেও গুজবে গণপিটুনি রোখা সম্ভব হচ্ছে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন