Golf Theft from Jain Temple

বিদ্যুতের তার বেয়ে জৈন মন্দিরের চূড়ায়! ৪০ লক্ষ টাকার সোনা মোড়ানো কলসি নিয়ে চম্পট চোরের

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে ওই এলাকায় সকলে করবা চৌথে ব্যস্ত ছিলেন। মন্দিরও বন্ধ হয়ে গিয়েছিল। রাত ১২টার আশপাশে সোনার কলসি চুরি করেছে চোর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ১৭:২৪
Share:

— প্রতীকী চিত্র।

দিল্লির জৈন মন্দিরের চূড়া থেকে চুরি হল সোনার পাতে মোড়ানো কলসি। পুলিশ জানিয়েছে, সেই কলসির দাম প্রায় ৪০ লক্ষ টাকা। দিন কয়েক আগে লালকেল্লার কাছে জৈনদের একটি অনুষ্ঠান থেকে এক কোটি টাকা চুরির অভিযোগ উঠেছে। এ বার জ্যোতিনগরে জৈনদের মন্দির থেকে চুরি গেল কলসি।

Advertisement

মন্দিরের সিসি ক্যামেরায় গোটা ঘটনা ধরা পড়েছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে ওই এলাকায় সকলে করবা চৌথে ব্যস্ত ছিলেন। মন্দিরও বন্ধ হয়ে গিয়েছিল। রাত ১২টার আশপাশে সোনার কলসি চুরি করেছে চোর। ফুটেজে দেখা গিয়েছে, বিদ্যুতের তার বেয়ে মন্দিরের চূড়ায় ওঠেন এক ব্যক্তি। তার পরে সেখান থেকে সোনার কলসি নিয়ে চম্পট দেন তিনি। অভিযুক্তের খোঁজ চলছে। পুলিশ জানিয়েছে, কলসির ওজন ২৫ থেকে ৩০ কিলোগ্রাম। তামা এবং সোনার পাত দিয়ে তা মোড়া রয়েছে। বিদ্যুতের তার বেয়ে উঠলেও অভিযুক্ত অক্ষত রয়েছে বলে দেখা গিয়েছে ফুটেজে। ওই তার নিষ্ক্রিয় ছিল কি না, তা জানা যায়নি।

শনিবার সকালে স্থানীয়দের চোখে পড়ে যে, মন্দিরের মাথায় সেই কলসি নেই। তখনই তাঁরা স্থানীয় থানায় খবর দেন। পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে। তারা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। সেই ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তের খোঁজ চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement