Viagra

মদের সঙ্গে ভায়াগ্রা ট্যাবলেট! বান্ধবীর সঙ্গে নাগপুরের হোটেলে সময় কাটাতে এসে মৃত্যু

বান্ধবীর সঙ্গে নাগপুরের হোটেলে উঠেছিলেন ৪১ বছর বয়সী এক ব্যক্তি। রাতে মদের সঙ্গে দু’টি যৌন উত্তেজনাবর্ধক ট্যাবলেট খান তিনি। পর দিন সকাল থেকে তাঁর অবস্থার অবনতি হয়। শেষে মৃত্যু।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৩ ১৩:৪১
Share:

মদের সঙ্গে ভায়াগ্রা ট্যাবলেট খেয়ে মৃত্যু মধ্যবয়স্কের। — প্রতীকী ছবি।

বান্ধবীর সঙ্গে নাগপুরের হোটেলে সময় কাটাতে এসে রহস্যমৃত্যু এক মধ্যবয়স্কের। জানা গিয়েছে, ৪১ বছরের ওই ব্যক্তি মদের সঙ্গে যৌনক্ষমতাবর্ধক ওষুধ খেয়েছিলেন। তার পর দিন সকাল থেকেই তাঁর অবস্থার অবনতি হয়। শুরু হয় বমি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সম্প্রতি এমনই একটি ‘কেস স্টাডি’ প্রকাশিত হয়েছে ‘জার্নাল অফ ফরেন্সিক অ্যান্ড লিগাল মেডিসিন’-এ।

Advertisement

চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত ওই জার্নাল সূত্রে খবর, ৪১ বছর বয়সী ওই ব্যক্তি নাগপুরের একটি হোটেলে উঠেছিলেন তাঁর বান্ধবীর সঙ্গে। সেখানেই মদের সঙ্গে তিনি খেয়ে ফেলেন দু’টি ‘সিল্ডেনাফিল’-এর ৫০ মিলিগ্রামের ট্যাবলেট। যা ‘ভায়াগ্রা’ ব্র্যান্ড নাম দিয়ে বাজারে বিক্রি হয়। ওই ওষুধ খেলে পুরুষের যৌনক্ষমতা বৃদ্ধি পায়। পর দিন সকাল থেকেই ওই ব্যক্তির শরীর খারাপ হতে শুরু করে। ঘনঘন বমি করতে থাকেন। সেই সময় তাঁর বান্ধবী তাঁকে চিকিৎসকের পরামর্শ নিতে বলেন। প্রতিবেদনে লেখা হয়েছে, আগেও তাঁর এমন উপসর্গ হয়েছে জানিয়ে বান্ধবীর পরামর্শ মানতে চাননি ওই ব্যক্তি। কিছু ক্ষণের মধ্যেই কাহিল হয়ে পড়েন তিনি। তখন তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ওই প্রতিবেদনে লেখা হয়েছে, ‘সেরিব্রোভাস্কুলার হ্যামারেজ’-এ মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। এর অর্থ, মস্তিষ্কে অক্সিজেনের প্রবাহ ব্যাহত হওয়া। ময়নাতদন্তের পর চিকিৎসকেরা জানান, মদ এবং ওই যৌনক্ষমতাবর্ধক ওষুধের মিশ্রণ শরীরে বিক্রিয়া ঘটিয়েছে ওই ব্যক্তির শরীরে। উচ্চ রক্তচাপের সমস্যা থাকায় সেই বিক্রিয়াকে প্রশমিত করার ক্ষমতা ছিল না তাঁর শরীরের। ফলে মস্তিষ্কে অক্সিজেনের প্রবাহ বিঘ্নিত হয়েছে। শেষপর্যন্ত তাতেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।

Advertisement

প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি যৌনক্ষমতাবর্ধক ওষুধ সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নেননি। প্রতিবেদনে চিকিৎসকের পরামর্শ ছাড়া দোকান থেকে ভায়াগ্রার মতো যৌনক্ষমতাবর্ধক ওষুধ কিনে খেতে বারণ করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন