মৃত যুবক রবীন্দ্র আহিরওয়াড়। ছবি: সংগৃহীত।
ক্রিকেট খেলছিলেন যুবক। খেলার মাঝেই মৃত্যু হল তাঁর। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসীতে। মৃতের নাম রবীন্দ্র আহিরওয়াড়। তিনি ঝাঁসীর নলগঞ্জ এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে পাড়ায় ক্রিকেট খেলছিলেন বছর তিরিশের রবীন্দ্র। তিনি বল করছিলেন। একটু ক্লান্ত বোধ করায় খেলা থামিয়ে জল খান। তার পরই বমি করেন এবং জ্ঞান হারিয়ে মাঠে পড়ে যান। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি। রবীন্দ্রের বন্ধুরা জানিয়েছেন, তাঁরা সকলে একসঙ্গে খলেছিলেন। রবীন্দ্র প্রতি দিনই খেলাধুলা এবং শরীরচর্চা করতেন।
পরিবারের দাবি, রবীন্দ্রের শারীরিক কোনও সমস্যা ছিল না। ভোরে ঘুম থেকে উঠে বাবার সঙ্গে বাড়িতে বসে চা খান। তার পর মাঠে খেলতে চলে যান। খেলার কিছু ক্ষণ পরেই অসুস্থ বোধ করেন। জল খান। তার পর বমি করেন। বন্ধুরা ভেবেছিলেন ‘ডিহাইড্রেশন’ হয়েছে। কিন্তু তাঁর কোনও সাড়াশব্দ না পাওয়ায় সন্দেহ হয় তাঁদের। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক ভাবে চিকিৎসকেরা সন্দেহ করেছেন, হৃদ্রোগে আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, রবীন্দ্রের মৃত্যুর আসল কারণ কী, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই তা জানা যাবে।