National

মোষের মাংস বাদ দিয়ে মুরগি খাওয়ান, নির্দেশ যোগীর পুলিশের

যোগীর পুলিশ প্রশাসনের ফতোয়ায় এক মুসলিম তাঁর মেয়ের বিয়েতে আমন্ত্রিতদের মোষের মাংস খাওয়াতে পারলেন না!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৭ ১৮:৩৮
Share:

সেই হতভাগ্য সরফরাজ হুসেন।

যোগীর পুলিশ প্রশাসনের ফতোয়ায় এক মুসলিম তাঁর মেয়ের বিয়েতে আমন্ত্রিতদের মোষের মাংস খাওয়াতে পারলেন না!

Advertisement

মোষ বাদ দিয়ে মোরাদাবাদের ওই মুসলিমকে মেনুতে মুরগির মাংস রাখতে বলা হয়। উত্তরপ্রদেশে অবৈধ কসাইখানা বন্ধের নির্দেশ জারির দিনকয়েকের মধ্যেই ওই ঘটনা ঘটল।

গত রবিবার মেয়ের বিয়ে দেন মোরাদাবাদের সরফরাজ হুসেন। মেয়ের বিয়েতে অতিথি-অভ্যাগতদের জন্য মোষের মাংসের বেশ কয়েকটি পদ রেখেছিলেন তিনি। তার কয়েক দিন আগেই অবৈধ কসাইখানা বন্ধের নির্দেশ জারি হয়েছে রাজ্যে। বিব্রত মাংস বিক্রেতারা ওই সরকারি নির্দেশের প্রতিবাদে নেমে পড়েছেন ধর্মঘটে। তাই তিনি বাড়িতেই মোষ জবাই করার অনুমতি চেয়ে স্থানীয় প্রশাসনকে চিঠি দিয়েছিলেন। কিন্তু তাঁকে সেই অনুমতি দেওয়া হয়নি। সরফরাজ জানিয়েছেন, পুলিশ তাঁকে মেয়ের বিয়ের অনুষ্ঠানের মেনুতে মোষ বাদ দিয়ে মুরগির মাংস রাখতে বলে।

Advertisement

আরও পড়ুূন- মেয়ের নাম আল্লা! মানতে নারাজ মার্কিন প্রশাসন, মামলা গড়াল আদালতে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement