Love Affair

বিয়ে করে নাক কাটা গেল যুবকের! শ্বশুরবাড়ির বিরুদ্ধে থানায় দায়ের করলেন অভিযোগ

ক’দিন আগেই বিয়ে হয়েছিল ওই যুবকের। আর তার পরই তাঁর নাক কাটা গেল। এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

জয়পুর শেষ আপডেট: ২০ মার্চ ২০২৩ ২১:০০
Share:

বিয়ে করে বিপাকে পড়লেন যুবক। প্রতীকী ছবি।

বিয়ে করার জেরে নাক কাটা গেল এক যুবকের। হ্যাঁ, এমন কাণ্ডই ঘটেছে রাজস্থানের অজমেঢ় জেলায়। জামাই হিসাবে ওই যুবককে মেনে নেননি তাঁর শ্বশুরবাড়ির সদস্যরা। সেই কারণে তাঁকে অপহরণ করে তাঁর নাক কেটে নেওয়া হয়েছে বলে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই যুবক। সোমবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গত ১৮ মার্চ ওই যুবককে জোর করে তুলে নিয়ে যান তাঁর শ্যালক এবং শ্বশুরবাড়ির অন্য সদস্যরা। এর পর একটি গ্রামে নিয়ে গিয়ে তাঁর নাক কেটে দেওয়া হয় বলে অভিযোগ। সোমবার এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন যুবক।

Advertisement

এই ঘটনায় বেশ কয়েক জন অভিযুক্তকে আটক করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, কয়েক দিন আগেই যুবকের বিয়ে হয়। তবে প্রথম থেকেই এই বিয়েতে আপত্তি জানিয়ে আসছিল যুবকের স্ত্রীর পরিবার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন