Smoking

ধূমপানরত দুই মহিলার দিকে তাকিয়েছিলেন! এই ‘অপরাধ’-এ যুবককে কুপিয়ে খুন নাগপুরে

পুলিশ জানিয়েছে, মহালক্ষ্মী নগরে একটি পানের দোকানের সামনে ধূমপান করছিলেন জয়শ্রী পানঝাড়ে এবং তাঁর বন্ধু সবিতা সায়রে। তখন দোকানে সিগারেট কিনতে আসেন রঞ্জিত রাঠৌড় নামে ওই যুবক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৪ ১৮:২০
Share:

নিহত রঞ্জিত রাঠৌড়। ছবি: সংগৃহীত।

দু’জন মহিলা ধূমপান করছিলেন। অভিযোগ, তাঁদের দিকে তাকিয়ে ছিলেন ২৮ বছরের যুবক। পুলিশ জানিয়েছে, সে কারণে তাঁকে কুপিয়ে খুন করা হয়েছে। শনিবার রাতে নাগপুরে এই ঘটনা হয়েছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, মহালক্ষ্মী নগরে একটি পানের দোকানের সামনে ধূমপান করছিলেন জয়শ্রী পানঝাড়ে এবং তাঁর বন্ধু সবিতা সায়রে। তখন দোকানে সিগারেট কিনতে আসেন রঞ্জিত রাঠৌড় নামে ওই যুবক। অভিযোগ, দুই মহিলার দিকে তাকিয়ে ছিলেন তিনি। সেই নিয়ে শুরু হয় বিবাদ। হাতাহাতি পর্যন্ত গড়ায়।

রঞ্জিত একটি ভিডিয়ো তুলেছেন। তাতে দেখা গিয়েছে, তাঁকে হেনস্থা করছেন ৩০ বছরের জয়শ্রী। তাঁর মুখে সিগারেটের ধোঁয়া ছাড়ছেন। এর পরেই নিজের এক বন্ধু আকাশ রাউতকে ফোন করে ডাকেন জয়শ্রী। তিনি এসে রঞ্জিতকে কোপাতে থাকেন। ওই এলাকায় বসানো সিসি ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনা।

Advertisement

পান দোকানের মালিক লক্ষ্মণ তাওড়ে জানিয়েছেন, জয়শ্রী যখন বন্ধুকে ফোন করে ডাকেন, তখন দোকান বন্ধ করে পালিয়ে যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পুলিশ। রঞ্জিতকে হাসপাতালে ভর্তি করানো হয়। যদিও সেখানে মৃত্যু হয়েছে তাঁর। পুলিশের তরফে জানানো হয়েছে, জয়শ্রী, সবিতা এবং আকাশকে গ্রেফতার করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement