ঘুষ চেয়ে মিলল মোষ!

টিকমগড়ের কৃষক ৭০ বছরের লক্ষ্মী যাদব একটি জমি মিউটেশনের আবেদন জানিয়েছিলেন। অভিযোগ, এই কাজের জন্য রাজস্ব বিভাগের কর্তা সুনীল বর্মা ১ লক্ষ টাকা চান বলে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:৫৯
Share:

রাজস্ব বিভাগের এক কর্তা ঘুষ চেয়েছিলেন বলে অভিযোগ। তার বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানালেন মধ্যপ্রদেশের এক কৃষক। ওই রাজস্ব কর্তার সরকারি গাড়ির সঙ্গে বেঁধে দিলেন নিজের মোষটিকে।

Advertisement

টিকমগড়ের কৃষক ৭০ বছরের লক্ষ্মী যাদব একটি জমি মিউটেশনের আবেদন জানিয়েছিলেন। অভিযোগ, এই কাজের জন্য রাজস্ব বিভাগের কর্তা সুনীল বর্মা ১ লক্ষ টাকা চান বলে। প্রতিবাদে শনিবার অফিসের বাইরে সুনীলের জিপের সঙ্গে নিজের মোষটিকে বেঁধে দেন যাদব। তিনি বলেন, ‘‘ওই অফিসার আমার কাছে এক লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন। ৫০ হাজার টাকা দিয়েছি। আমার কাছে আর টাকা নেই। তাই মোষটি ওই অফিসারকে দিয়ে দিয়েছি।’’ তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে সুনীলের দাবি, যাদব নাটক করছেন।

গোটা বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন টিকমগড়ের জেলাশাসক সৌরভকুমার সুমন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement